রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি ইনাম গম্ভীরের মোবাইল ছিনিয়ে নিয়ে পালাল দুষ্কৃতীরা। জানা গিয়েছে, শনিবার রাতের খাওয়ার পর হাঁটতে বেরিয়েছিলেন ইনাম গম্ভীর। সঙ্গে ছিলেন তাঁর মা। হঠাৎই মোটরবাইকে করে আসা দুই যুবক রাস্তা জানতে চাওয়ার নামে তাঁর মোবাইলটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয়।
প্রসঙ্গত, কয়েকদিন আগে নিউইয়র্ক থেকে ছুটিতে বাড়ি ফেরেন ইনাম গম্ভীর। মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। দিল্লিতে প্রতিদিন অন্তত ২৪টি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় রোহিণী উত্তর থানায় অভিযোগ দায়ের করেছেন ইনাম গম্ভীর। তাঁর অভিযোগের ভিত্তিতে ৩৫৬, ৩৭৯ ও ৩৪ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। যদিও রবিবার সন্ধ্যে পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
Be the first to comment