তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত চন্দ্রকোনা

Spread the love

“আর নয় অন্যায়” কর্মসূচি ঘিরে বিজেপি-তৃণমূল সংঘর্ষ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। ঘটনায় তিন বিজেপি কর্মী ও এক তৃণমূল কর্মী আহত হয়েছেন ৷ আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ ঘটনাস্থানে মোতায়েন পুলিশ ৷

আজ এলাকায় “আর নয় অন্যায়” কর্মসূচির আয়োজন করা হয় ৷ সেই কর্মসূচি শেষে বাড়ি ফেরার সময় পাঁচ বিজেপি কর্মীর উপর হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ৷ দু’টি বাইকেও ভাঙচুর করা হয় বলে অভিযোগ ৷ ঘটনায় তিন বিজেপি কর্মী ও এক তৃণমূল সমর্থক আহত হয়েছেন ৷ আহতদের চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয় ৷ আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷ তাদের দাবি, তৃণমূল কর্মী সুকুমার ঘোষের উপর হামলা চালান বিজেপি কর্মী-সমর্থকরা ৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*