পুরুলিয়াতে শক্তি প্রদর্শন শুভেন্দু অধিকারীর। প্রায় দু’কিমি রাস্তায় রোড শো শুরু শুভেন্দু অধিকারীর। রোড শো শেষে কাশীপুরে বিশাল সমাবেশ করবেন শুভেন্দু অধিকারী।
বিজেপিতে যোগদানের পর শুভেন্দুর প্রথম এই পুরুলিয়া সফর। ফলে গত কয়েকদিন ধরেই ‘দাদার অনুগামী’দের উন্মাদনা নজর কেড়েছিল। পুরুলিয়া শহর জুড়ে ছেয়ে গিয়েছে শুভেন্দু, মুকুল, দিলীপ ঘোষদের ছবি-ব্যানারে। এছাড়া বিজেপি পতাকায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা।
তৃণমূলের সঙ্গে যত দূরত্ব বেড়েছে তত বাংলা-জুড়ে পোস্টার পড়ে দাদার অনুগামীদের। তেমনই গত কয়েকমাস ধরে একের পর এক শুভেন্দুর নামে পোস্টার দেখা গিয়েছিল পুরুলিয়াতে। সমস্ত পোস্টার দেওয়া হয় দাদার অনুগামীদের নাম করে।
কারা এই পোস্টারগুলি লাগিয়েছিল সে বিষয়ে কোনও স্পষ্ট ধারণা ছিল না। এই অবস্থায় আজ শুভেন্দু অধিকারীর পুরুলিয়া সফর। কার্যত রোড শো করে শক্তিপ্রদর্শন করছেন শুভেন্দু। রোড শো শেষে বহু দাদার অনুগামী আজ রবিবার শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগ দিতে পারেন বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, গত কয়েকদিন আগেই মেদিনীপুরে অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু। সেদিনই বিজেপিতে যোগ দেন পুরুলিয়ার কংগ্রেস বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়।
প্রসঙ্গত, তৃণমূল প্রতিষ্ঠার সময়ে শুভেন্দু যখন দলের যুব সংগঠনের রাজ্য সভাপতি, সুদীপ ছিলেন সংগঠনের পুরুলিয়া জেলা সভাপতির দায়িত্বে। ২০১৪ সালের গোড়ায় পদ থেকে সরিয়ে দেওয়ার পরে সুদীপের সঙ্গে তৃণমূলের জেলা নেতৃত্বের দূরত্ব বাড়তে থাকে। কয়েকমাস পরেই কংগ্রেসে যোগ দেন তিনি। তার পরেও মুকুল রায় এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে ভাল সম্পর্ক ছিল তাঁর।
Be the first to comment