এখনও সময় আছে মোদীজী, অন্নদাতাদের পাশে দাঁড়ানঃ রাহুল গান্ধী

Spread the love

ফের কৃষকদের পাশে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীকে নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রবিবার টুইটার-খোঁচায় বিঁধলেন প্রধানমন্ত্রীকে। সময় থাকতে ‘পুঁজিপতি’দের ছেড়ে কৃষকদের পাশে দাঁড়ানোর দাবি তুললেন কংগ্রেস সাংসদ।

এর আগেও একাধিকবার কৃষকদের সমর্থনে সুর চড়াতে শোনা গিয়েছে রাহুল গান্ধীকে। দিল্লিতে দেড় মাসের উপরে কৃষকদের যে আন্দোলন চলছে, তার পূর্ণ সমর্থন জানিয়ে তিনি বারবার মোদী সরকারের হস্তক্ষেপের দাবি তুলেছেন। এদিনও আরও একবার প্রধানমন্ত্রীর কাছে সেই আর্জি নিয়েই টুইট করলেন রাহুল, ‘এখনও সময় আছে মোদীজী, অন্নদাতাদের পাশে দাঁড়ান, পুঁজিপতিদের সঙ্গ ছাড়ুন।’ সঙ্গে সংসদে নিজের ভাষণের পুরনো একটি ভিডিয়োও শেয়ার করেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।

যেখানে রাহুলকে বলতে শোনা গিয়েছে, “ভারতে কৃষকদের জমির দাম যেভাবে বাড়ছে আর আপনার যে কর্পোরেট বন্ধুরা আছেন, তাঁরা এই জমি চাইছেন…। আর আপনি কী করছেন, কৃষক-শ্রমিকদের দুর্বল করছেন। এরপর কৃষকরা দুর্বল হলে, নিজের পায়ে দাঁড়াতে না পারলে তখন আপনি আপনার অর্ডিন্যান্সের কুঠার দিয়ে ওঁদের আঘাত করবেন।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*