চখা আঁখি সবু দেখুচি! নিজের পুরোন দল তৃণমূল কংগ্রেসকে সতর্ক করতে এবার উড়িয়া ভাষাকে বেছে নিলেন শুভেন্দু অধিকারী৷ যার বাংলা অর্থ করলে দাঁড়ায়, তিনি সব দেখছেন! প্রভু জগন্নাথ দেবের কথা সঙ্গে তুলনা টেনে এমনই মন্তব্য করেন শুভেন্দু ৷
এ দিন নিজের সহায়তা কেন্দ্রে হামলার প্রতিবাদে নন্দীগ্রামে মৌন মিছিল করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ৷ মৌন মিছিলের শেষে পথসভা থেকেই নিজের পুরোন দলকে সতর্ক করে দেন শুভেন্দু ৷ পুলিশকে তিন দিন সময় দিয়ে বলেন, অভিযুক্তদের গ্রেফতার করা না হলে আদালতের দ্বারস্থ হবেন তিনি ৷
বক্তব্যের শেষ দিকে শুভেন্দু বলেন, জরুরি কাজে তাঁকে কলকাতায় যেতে হবে ৷ কিন্তু তাঁর নজর নন্দীগ্রাম সর্বত্র রয়েছে ৷ শুভেন্দু বলেন, ‘প্রভু জগন্নাথের মতো চখা আঁখি সবু দেখুচি। নজরে আমার সব আছে ৷ তিন দিন সময় দিলাম, নাহলে পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে আদালতে যাব৷ আমি ছাড়ার লোক নেই ৷
ওড়িশা লাগোয়া পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় টুকটাক ওড়িয়া ভাষার ব্যবহার করেই থাকেন স্থানীয়রা ৷ শুভেন্দু নিজে যে শহরে বেড়ে উঠেছেন, সেই কাঁথিতেও ওড়িয়ার প্রচলন যথেষ্ট ৷ ঘনিষ্ঠ বৃত্তে শুভেন্দুও মাঝেমধ্যে ওড়িয়া ভাষার ব্যবহার করেন ৷ তবে শুভেন্দুর থেকেও তাঁর বাবা শিশির অধিকারী ওড়িয়াতে বেশি স্বচ্ছন্দ ৷
শুভেন্দু ঘনিষ্ঠরা বলছেন, তৃণমূলে থাকাকালীন বা বিজেপি-তে আসার পরও বিরোধী শিবিরের অবাস্তব কোনও দাবি শুনলে নিজের পছন্দের একটি উড়িয়া বাক্য ‘মিছা কউ ,মনকে পাউ’ বলতে শোনা যায় শুভেন্দুকে ৷ যার বাংলা অর্থ করলে দাঁড়ায়, মনকে মিথ্যে সান্ত্বনা দেওয়া ৷
এ দিনও গরু পাচার, কয়লা পাচার কাণ্ডের তদন্তের কথা বলতে গিয়ে তোলাবাজ ভাইপোর প্রসঙ্গ টেনে আনেন শুভেন্দু অধিকারী৷ তিনি বলেন, আজ সকাল থেকে কয়লা পাচার কাণ্ডে ১২ জায়গায় ইডি-র তল্লাশি চলছে ৷ গণেশ বাগাড়িয়া ঘরে ঢুকে গিয়েছে ৷ এরপর বিনয় মিশ্র, বড় যুবনেতা ৷ আর একটা চৌকাঠ পেরোলেই তোলাবাজ ভাইপো!
শুভেন্দু এ দিনও দাবি করেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসছেই ৷ পুরুলিয়া, বাঁকুড়ায় তৃণমূল খাতা খুলতে পারবে না বলেও দাবি করেন শুভেন্দু অধিকারী ৷ পুরোন দলকে হুঁশিয়ারি দিয়ে তাঁর দাবি, সুদে-আসলে সব মিটিয়ে দেবেন ৷
Be the first to comment