গরিব মানুষের ভোট পাওয়া কোনও ব্যাপারই না। স্রেফ হাতে একটা মদের বোতল আর মুরগীর প্লেট ধরিয়ে দিতে হবে। তাহলেই কেল্লাফতে। সোমবার এমনই দাবি করেছেন উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের মন্ত্রী ওমপ্রকাশ রাজভড়। অনগ্রসর শ্রেণী ও প্রতিবন্ধীদের ক্ষমতায়ন দফতরের মন্ত্রী তিনি।
উত্তর প্রদেশের বলরামপুরের এক জনসমাবেশে রাজভড় বলেন, শুধু মদ আর মুর্গির বিনিময়েই ভোট দেন গরিবরা। আবার ভোটে জেতার পর রাজনৈতিক দলগুলো গরিবদের ওই মুরগী হিসেবেই গণ্য করে। তাঁর কথায়, মদ-মুরগীর বিনিময়ে গরিবদের ভোট পাওয়ার গ্যারান্টি ১০০ শতাংশ। এই ভোটেই রাজনৈতিক দলগুলো ভোটে জেতে, সরকার গড়ে। তারপর তারা পরের ৫ বছর গরিবদের মুরগী হিসেবেই দেখে।
Be the first to comment