ভার্চুয়াল বৈঠকে ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে মোদীকে প্রশ্ন মমতার

Spread the love

ভার্চুয়াল বৈঠকে ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে জানতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি ভ্যাকসিনেশন নিয়ে কেন্দ্রের যাবতীয় গাইডলাইন মেনে চলবেন, তাও জানালেন ৷ দেশবাসীকে কোভিডের ভ্যাকসিন দেওয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সব রাজ্যের মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল বৈঠকে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বহু প্রতীক্ষিত সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীকে মমতা জানান, কোভিডের ভ্যাকসিনেশন চলাকালীন অন্য রাজ্যগুলির মতোই কেন্দ্রীয় সরকারের গাইডলাইন মানবে তাঁর রাজ্যও ৷

মমতা বন্দ্যোপাধ্যায় জানতে চান, আপাতত যাঁদেরকে ভ্যাকসিন দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার বাইরে যাঁরা তাঁদের জন্য কী ভাবছে কেন্দ্র ৷ উল্লেখ্য, শুরুতে প্রথমসারির কোভিড যোদ্ধা চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মী, পুলিশ ও বেশি বয়সিদের ভ্যাকসিন দেওয়া হবে ৷ ভ্যাকসিন দেওয়া হবে কোমর্বিডিটি আছে যাঁদের, তাঁদেরকেও ৷ সেক্ষেত্রে চিকিৎসকের শংসাপত্র লাগবে ৷

ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কেও জানতে চান মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পাশাপাশি বলেন, গরিব মানুষের জন্য বিনামূল্যে ভ্যাকসিনের ব্যবস্থা করতে চায় রাজ্য ৷ কোভিড ক্যালেন্ডারের কথাও উল্লেখ করেন তিনি ৷ প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্য কোভিড ১৯ ভ্যাকসিনেশনের যাবতীয় প্রস্তুতি নিয়ে ফেলেছে ৷ এই বিষয়ে সমস্ত তথ্য রাজ্য সরকারের পোর্টালে আপলোডও করা হয়েছে ৷ যোগাযোগ ব্যবস্থার সঙ্গে যুক্ত কর্মীদেরও বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হোক, দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

সোমবারের ভার্চুয়াল বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যাবতীয় প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ প্রধানমন্ত্রী ভ্যাকসিনেশনের দ্বিতীয় পর্বের আগে ফের বৈঠক ডাকবেন বলে জানান ৷

আগামী 16 জানুয়ারি থেকে দেশে ভ্যাকসিনেশন শুরু হবে বলে জানিয়েছে কেন্দ্র ৷ যার প্রস্তুতি চলছে সব রাজ্যে ৷ তার প্রস্তুতিতেই ছিল আজকের বৈঠক ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*