অবশেষে শীত এলো রাজ্যে। সোমবার মরশুমের শীতলতম দিন। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের উপরে থাকলেও শীতের আমেজ থাকবে। ১৭ ডিসেম্বর সবথেকে নীচে ছিল পারদ, ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। তারপর থেকে পারদ স্বাভাবিকের উপরেই ছিল। জেলার তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই নেমে গিয়েছে।
জলীয় বাষ্প সরে যেতেই উত্তুরে হাওয়ার দাপট লক্ষ করা যাচ্ছে। উত্তরবঙ্গে জলীয় বাষ্পের জেরে আজও ঘন কুয়াশার জের। দক্ষিণবঙ্গে তাপমাত্রা নামলেও উত্তরবঙ্গে তা এখনও হয়নি। মঙ্গলবার পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে জম্মু-কাশ্মীরে। তার জেরে জাঁকিয়ে শীত পড়বে কিনা, সেটাই এখন দেখার বিষয়।
Be the first to comment