শোভন গ্রেফতার হোক, সামনাসামনি জেরায় বসতে চাইঃ কুনাল ঘোষ

Spread the love

মঙ্গলবার শোভন চট্টোপাধ্যায়কে আইকোর মামলায় গ্রেফতারির দাবি জানালেন কুণাল ঘোষ। তিনি বলেন, চিটফান্ড মামলা নিয়ে শোভন যখন প্রসঙ্গ তুলেইছেন তাহলে আইকোর প্রসঙ্গও সামেন আসুক।

এরপরই শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে আইকোর কর্তা অনুকুলের ছবি তুলে ধরেন কুণাল ঘোষ। ছবিতে দেখা যায় আইকোর কর্তা, (যিনি ঘটনায় অভিযুক্ত হয়ে দেলে মারা যান) তাঁর ও তাঁর স্ত্রীর মাঝে দাঁড়িয়ে কলকাতার প্রাক্তন মেয়র। এরপরই কুণাল ঘোষ প্রশ্ন তোলেন এজেন্টদের অনুষ্ঠানে গিয়ে কী করছিলেন শোভন? সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ না হলে কেন যাবেন এজেন্টদের অনুষ্ঠানে।

পাশাপাশি কুণাল ঘোষের দাবি আইকোর মামলায় বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে জড়িত শোভন চট্টোপাধ্যায়। এই বিষয়ে চিটফান্ড প্রসঙ্গে কুণাল ঘোষ স্বরাষ্ট্রমন্ত্রকে একটি চিঠিও লেখেন বলে জানান। যার প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে তারা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছেন।

কুণাল ঘোষ আরও দাবি করেন, শোভন চট্টোপাধ্যায় যখন চিটফান্ড নিয়ে কথাই বলছেন, তখন তিনি স্বচ্ছ্ব হলে কুণাল ঘোষের সঙ্গে সামনাসামনি বসিয়ে তাঁকে কেন জেরা করা হচ্ছে না? কুণালের প্রশ্ন কেন সিবিআই বা ইজি বারবার শোভনবাবুদের আড়াল করছে? তাঁর দাবি শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ভুবনেশ্বরের জেলে রাখা হোক।

এদিকে, শোভন চট্টোপাধ্যায়ের উদ্দেশে কুণাল ঘোষ বলেন, সুদীপ্ত সেনের নিজের লেখা বয়ানে সারদা কর্তা কোর্টকে লাইসেন্স সংক্রান্ত কিছু তথ্য দেন। সেখানে কলকাতার মেয়র ও ১ কোটি টাকা নিয়ে একাধিক রহস্য রয়েছে বলেও অভিযোগের ইঙ্গিত স্পষ্ট করেন কুণাল।

পাশাপাশি কুণাল ঘোষের দাবি, শোভনদা মেয়র থাকাকালীন’ কুণাল ঘোষের সাংসদ তহবিলের টাকায় কেন ৪০ টি অ্যাম্বুলেন্স থেকে কুণাল ঘোষের নাম সরিয়ে দেন। সেই অ্যাম্বুলেন্সের হদিশ নিয়েও প্রশ্ন তোলেন কুণাল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*