স্বামী বিবেকানন্দের জন্মদিবসে দুর্গাপুরে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যোগদান মেলার পাশাপাশি মিছিলের ডাক দেওয়া হয়। দুর্গাপুরের স্টিল মার্কেটে যোগদান মেলা সম্পন্ন হয়। তারপর প্রান্তিকা থেকে ভিরিঙ্গি মোড় পর্যন্ত দীর্ঘ প্রায় চার কিলোমিটার রাস্তার পদযাত্রায় শামিল হন গেরুয়া শিবিরের সর্মথকরা। সুসজ্জিত ট্যাবলোতে ছিলেন ভারতীয় জনতা পার্টির সাংসদ বাবুল সুপ্রিয়, অর্জুন সিং, সুরিন্দর সিং আলুওয়ালিয়া, সুভাষ সরকার এবং সদ্য তৃণমূল কংগ্রেস ছেড়ে আসা শুভেন্দু অধিকারী, সুনীল মণ্ডল-রা।
পদযাত্রার আগে মঞ্চে ভাষণ দেওয়ার সময় শুভেন্দু অধিকারী দুর্গাপুরের বাম ও কংগ্রেস নেতা-কর্মীদের আহ্বান জানিয়ে বলেন, আপনারা এই ভোটটা অন্তত বিজেপিকে দিন। যাঁদের মিছিলে যাচ্ছেন যান। কারণ, বিজেপিকে ভোট দেওয়া মানে পঞ্চায়েত ভোট হবে। পৌরসভার ভোট হবে। নন্দীগ্রামের যুবরাজ এর পরেই তাঁর বক্তব্যে দুর্গাপুর পৌর নির্বাচনে ভোট লুটের অভিযোগ তোলেন। পঞ্চায়েত ভোটে একতরফা পঞ্চায়েত গঠনের অভিযোগ রাজ্যের শাসকদলের বিরুদ্ধে তোলেন।
Be the first to comment