চিকিৎসা শেষে বাড়ি ফিরলেন প্রবাসী লেখক সুব্রত চৌধুরী

Spread the love

হৃদযন্ত্রের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া প্রবাসী লেখক সুব্রত চৌধুরী বাড়ি ফিরেছেন।
আটলান্টিক সিটি বোর্ড অব এডুকেশন এর নির্বাচিত সদস্য সুব্রত চৌধুরী গত শনিবার (২-১-২০২১) রাতে হৃদযন্ত্রে ব্যথা বোধ করায় ওইদিন ভোরবেলা আটলান্টিক সিটির স্হানীয় হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরিক্ষার পর তাঁর শরীরের হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে।

জরুরী অস্ত্রোপচারের জন্য রবিবার সকালে তাঁকে আটলান্টিক সিটির পার্শ্ববর্তী শহরের আটলান্টিক কেয়ার করোনারী বিশেষায়িত ইউনিটে স্থানান্তর করা হয় এবং বিশিষ্ট করোনারী সার্জন ডা: জিম ড্রেল এর নেতৃত্বে সফল অস্ত্রোপচার শেষে তাঁকে হাসপাতালের কেবিনে স্থানান্তর করা হয়।

এরপর তিনি আটদিন পর্যন্ত বিশেষজ্ঞ করোনারী ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে থাকেন এবং শারীরিক অবস্হার ক্রমাগত উন্নতির পরিপ্রেক্ষিতে গত ১১.১.২০২১ তারিখ সোমবার আটলান্টিক সিটির নিজ বাসভবনে স্থানান্তর করা হয়। হাসপাতাল থেকে ছাড়পত্র দিলেও তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন। তাঁকে মেনে চলতে বলা হয়েছে বিভিন্ন স্বাস্হ্যবিধি । এই সময়ের মধ্যে তার নানান শারীরিক পরীক্ষা চালিয়ে যাবেন চিকিৎসকরা।

বর্তমানে তিনি নিজ বাসভবনে করোনারী বিশেষজ্ঞ ডাক্তার ও সেবিকাদের পর্যবেক্ষণ ও পরিচর্যার মধ্যে আছেন। উল্লেখ্য সুব্রত চৌধুরী আটলান্টিক কাউন্টির সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ক পরামর্শক পর্ষদের সদস্য, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির উপদেষ্টা ও আ্যসাল নিউজারসি চ্যাপটারের সহসভাপতি সহ বিভিন্ন কমিউনিটি সংগঠনের গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন।

তিনি দীর্ঘদিন যাবত বাংলাদেশ,ভারত,যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স ও ইংল্যান্ড এর বাংলাভাষী পত্র-পএিকা, সংকলনে নিয়মিত লেখালেখি করে চলেছেন। কর্মজীবনে তিনি আটলান্টিক কাউন্টি গভর্নমেন্ট এর হিউম্যান সার্ভিসেস স্পেশালিষট হিসাবে দায়িত্ব পালন করছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*