করোনা আতঙ্কের সাথে সাথে সারা দেশ জুড়ে শুরু হয়েছে নতুন আতঙ্ক বার্ড ফ্লু।সারা দেশের বিভিন্ন জায়গায় ইতি মধ্যে বেশ চিন্তায় ফেলেছে এই বার্ড ফ্লু।নানা রকম সতর্কতা ইতি মধ্যে জারি করা হয়েছে দেশে।
রাজ্যের স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যে যথেষ্ট সজাগ।তারই প্রমাণ মিলল কলকাতার আলিপুর চিড়িয়াখানায়।
এই বার্ড ফ্লুয়ের প্রকোপ যাতে কলকাতার আলিপুর চিড়িয়াখানার পাখিদের উপর না পড়ে তার জন্য যথেষ্ট সতর্কতা অবলম্বন করেছে আলিপুর চিড়িয়াখানার তরফে। প্রত্যেক দিন সকাল বেলায় ভির্কল নামক একটি ওষুধ ছড়ানো হচ্ছে পাখিদের খাঁচার উপরে ও খাবার জলে । এছাড়াও প্রতিবার দর্শকরা পাখি দর্শনের জন্য প্রবেশের আগেও ছড়ানো হচ্ছে এই ওষুধ যাতে পাখিদের ও সাথে দর্শকদের কোনো রকম ক্ষতি না হয়। চিড়িয়াখানার পক্ষ থেকে পাখিদের প্রতি যথেষ্ট যত্নশীল বিভিন্ন ভাবে তারা সতর্কতা অবলম্বন করছেন।
Be the first to comment