জেলা সভাপতির পদ থেকে অপসারিত শিশির অধিকারী

Spread the love

বুধবার দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ থেকে সরানো হয়েছিল। এবার পূর্ব মেদিনীপুর জেলা সভাপতির পদ থেকেও সরানো হলো শিশির অধিকারীকে। তাঁর চেয়ারে বসলেন সৌমেন মহাপাত্র। জেলা কো অর্ডিনেটরের পদেও রদবদল হয়েছে। সেখান থেকে সরানো হয়েছে অধিকারী পরিবারের ঘনিষ্ঠ আনন্দ অধিকারীকে। তবে এখনও চেয়ারম্যান পদে রইলেন শিশির।

সৌমেন মহাপাত্র বলেন, শিশির অধিকারীর সুস্থতা কামনা করি। তিনি প্রণম্য নেতা। তাঁকেই প্রথম দূরাভাষে জানাব।

তবে রাজনৈতিক মহলের মতে, শুভেন্দু কাণ্ডের মৌনতার কারণেই অধিকারীদের ক্ষমতা ছাঁটা হচ্ছে। অখিল গিরি বুধবার বলেন, শিশির অধিকারী ডিএসডিএ-এর বৈঠক ডাকছিলেন না। কাজে গতি আনতেই এই রদবদল। আজও তিনি বলেন, সাংগঠনিক কাজ দুর্বল হয়েছিল শিশিরবাবু অসক্রিয় থাকায়। সেই কারণেই এই রদবদল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*