পুলিসি নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী। তাঁর জনসভায় পর্যাপ্ত পুলিসি নিরাপত্তার দাবিতে এদিন আদালতে যান তিনি। শুভেন্দুর ব্যক্তিগত সুরক্ষায় কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হলেও, যেখানে জনসভা করতে যাচ্ছেন সেখানে রাজ্য পুলিস কোনও নিরাপত্তা দিচ্ছে না বলে অভিযোগ তোলেন এই বিজেপি নেতা। শুভেন্দু আদালতকে জানিয়েছেন, তিনি আশঙ্কা করছেন তাঁর জনসভায় বিশৃঙ্খলা তৈরি করে অঘটন ঘটানোর চেষ্টা চালানো হচ্ছে। আদালত সূত্রে খবর, খুব দ্রুতই এই মামলার শুনানি হবে।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে একাধিকবার শুভেন্দুর জনসভা ঘিরে গোলমালের অভিযোগ উঠেছে। এর মধ্যে শুভেন্দুর নিজের গড় পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামেই দু’বার এমন ঘটনা ঘটেছে। নন্দীগ্রামের ভুতার মোড়ে বিজেপির বাসে হামলার খবর তো দিল্লি অবধিও পৌঁছে গিয়েছে। দিন দু’য়েক আগে পুরুলিয়াতেও শুভেন্দু সভায় উত্তেজনা ছড়ায়। সভা চলাকালীন একটি কালো গাড়ি ঢুকে পড়া ঘিরে গোলমাল বাধে।
এরপরই এদিন আদালতের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। তাঁর আশঙ্কা, ইচ্ছে করেই এই জনসভাগুলিতে ঝামেলা করার চেষ্টা চলছে। তাই তিনি আবেদন করেন, জনসভার প্রবেশ দ্বার ও প্রস্থান পথে যেন রাজ্য পুলিসের যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করা হয়। পুলিস সুপার বা কমিশনারেট এলাকার ক্ষেত্রে পুলিস কমিশনাররা যাতে এই নিরাপত্তা নিশ্চিত করেন সেদিকটা দেখার জন্য আদালতের কাছে আবেদন জানান তিনি।
Be the first to comment