ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড় টেম্বিন আঘাত হানার পর বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা প্রায় ২৩০ ছাড়িয়ে গেছে , নিখোঁজ রয়েছেন বহু মানুষ। ভিয়েনাম কর্তৃপক্ষ দক্ষিণাঞ্চলীয় উপকূল সংলগ্ন নিচু এলাকাগুলো থেকে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিয়েছে। খ্রিস্টান প্রধান ফিলিপাইনে বড়দিনে ঘূর্ণিঝড় টেম্বিনের দাপট। মিন্দানাওয়ের একাংশে ঘূর্ণিঝড়টি আঘাত হানার আগে থেকেই ওই এলাকার লানাও দেল নোর্তে ও লানাও দেল সুর প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। কিন্তু ঘূর্ণিঝড়ের তাণ্ডবের পর শুরু হওয়া ভারি বৃষ্টিপাতে অনেক এলাকায় আকস্মিক বন্যা দেখা দেয় ও ভূমিধস হয়।
ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় টুবোড ও পিয়াগাপো শহরে। শহর দুটির বেশিরভাগ বাড়িই পাথরের নিচে চাপা পড়ে। নিহতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড়টির তাণ্ডবে মিন্দানাওয়ের হাজার হাজার বাসিন্দা গৃহহীন হয়ে পড়েছেন। প্রতি বছর ফিলিপিন্সে প্রায় ২০টি ঘূর্ণিঝড় আঘাত হানে। নিয়মিত সতর্ক করা হলেও এসব ঘূর্ণিঝড়ে প্রায়ই অনেক মানুষের মৃত্যু ঘটে।
Be the first to comment