কার্তিক ব্যানার্জি তৃনমূলের কেউ নন : সৌগত রায়

Spread the love

কার্তিক ব্যানার্জি সংবাদ মাধ্যমের কাছে করা উক্তিতে জল্পনার সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে।
তৃণমুলের মুখপাত্র তথা সাংসদ সৌগত রায় স্পষ্ট জানিয়ে দিলেন কার্তিক ব্যানার্জি মমতা ব্যানার্জির ভাই তৃনমূলের কেউ নন তিনি।
মমতা ব্যানার্জির ভাই কার্তিক ব্যানার্জি তৃনমূলের কোনো পদে নেই তবু তিনি রাজনীতিতে পরিবার তন্ত্র নিয়ে মুখ খুললেন সাংবাদিক দের সামনে তিনি বলেন – ‘ মুখে দেশের কথা বলব আর সুযোগ সুবিধা দেব নিজের পরিবার কে, এটাই এখন ভারতীয় রাজনীতি। আগামী দিনে কি হবে সেটা কেউ বলতে পারেনা । কালকে কি করবো নিজেও তা জানিনা ‘
মমতা ব্যানার্জির ঘোষিত আজাদ হিন্দ বাহিনীর নেতৃত্বে আছেন কার্তিক ব্যানার্জি । জেলায় জেলায় তিনি প্রোগ্রাম করেন ।
এমত অবস্থায় সৌগত রায়ের বক্তব্য নিয়ে চর্চা শুরু হয়েছে।
গান্ধী পরিবারের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে প্রশ্ন উঠলে রাজীব গান্ধী যুক্তি দেন ভারতের বিভিন্ন কোম্পানি তে উচ্চ পদের ক্ষেত্র ও পরিবার তন্ত্র চলে।
বর্তমানে বাংলায় অধিকারী পরিবারের পাশাপাশি ব্যানার্জি পরিবারও এখন আলোচনার বিষয়।
শুভেন্দু অধিকারীর তৃণমূল ত্যাগের পরেই বিভিন্ন জনসভা থেকে তৃণমূল ও তৃণমূল সুপ্রিম মমতা ব্যানার্জিকে আক্রমণাত্মক বক্তব্য রাখছেন।
সপ্তাহ দুয়েক আগে এক সভা থেকে শুভেন্দু হুশিয়ারি দিয়ে তৃনমূলের উদ্দেশ্যে বলেন – ‘ এখনও তো বাসন্তী পুজো আসেনি, আসেনি রাম নবমী আসেনি, রাম নবমী আসতে দিন আমার বাড়ির লোক ও পদ্ম ফোটাবে ।শুধু আমার বাড়ি না হরিশ চ্যাটার্জি স্ট্রীটে ও ঢুকে পদ্ম ফুটিয়ে আসবো ‘।
এবার কি তবে মমতার বাড়িতেও পদ্ম ফুটবে এই জল্পনা আরও উসকে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের বক্তব্যে।
এখন দেখার কি হতে চলেছে পরবর্তী পর্যায়ে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*