তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন পর্ষদের পদত্যাগ করছেন শতাব্দী রায়। সংবাদমাধ্যমে নিজেই সেকথা জানান। বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে। সোশাল মিডিয়ায় “শতাব্দী রায় ফ্যান ক্লাবের” ওয়ালে তিনি একটি খোলা চিঠি পোস্ট করেন । সেখানে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন সাংসদ । যদিও তৃণমূল নেতা ও কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় বিষয়টিতে গুরুত্ব দিতে নারাজ । তাঁর মতে, সোশাল মিডিয়ায় সবসময় সত্যি কথা লেখা হয় না ।
সোশাল মিডিয়ায় শতাব্দীর ফ্যান ক্লাব পেজের ওয়ালে যে পোস্ট করা হয় সেটি হল এরকম, এলাকার সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হয় । কিন্তু ইদানিং অনেকে আমাকে প্রশ্ন করছেন আমি কেন কোনও কর্মসূচিতে যাচ্ছি না । আমি তাঁদের বলছি যে, সর্বত্রই যেতে চাই । আপনাদের সঙ্গে থাকতে আমার ভালো লাগে । কিন্তু মনে হয়, কেউ কেউ চান না আমি আপনাদের কাছে যাই । বহু কর্মসূচির খবর আমাকে দেওয়া হয় না । না জানলে আমি কীভাবে যাব । এই নিয়ে আমার মানসিক কষ্ট হয় ।”
শতাব্দী এই পোস্টের পর রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয় । এদিকে তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন পর্ষদের সদস্যপদ থেকে পদত্যাগের কথা জানান শতাব্দী । যদিও পর্ষদের চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় এখনও পদত্যাগপত্র পাননি বলে জানিয়েছেন । তিনি বলেন, “আমি টিআরডিএ-র চেয়ারম্যানের হিসেবে কোনও পদত্যাগপত্র পাইনি । আপনাদের কাছ থেকে শুনলাম । আমাকে কেউ ফোন করেনি ।” শতাব্দী রায়ের পোস্ট নিয়ে তিনি বলেন, “সোশাল মিডিয়ায় সর্বদা সত্য লেখা হয় না । এই বিষয়ে আমার কোনও মন্তব্য নেই ।”
Be the first to comment