রাম মন্দির ট্রাস্ট সারা দেশ থেকেই মন্দির নির্মাণের জন্য আর্থিক অনুদানের আবেদন করেছে। সেই অনুদান সংগ্রহের কাজ শুরু হল দেশের প্রথম নাগরিকের দানের মধ্যে দিয়ে। অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজের জন্য রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ দান করলেন ৫ লক্ষ
১০০ টাকা।
রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে, সহ-সভাপতি গোবিন্দ দেব গিরজি মহারাজ শুক্রবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন। সঙ্গে ছিলেন ভিএইচপির কার্যনির্বাহী সভাপতি অলোক কুমার, মন্দির নির্মাণ কমিটির প্রঝান নৃপেন্দ্র মিশ্র ও আরএসএস নেতা কুলভূষণ আহুজা। আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই অনুদান সংগ্রহের কাজ চলবে।
Be the first to comment