ইতিহাসে এতবড় টিকাকরণ কর্মসূচি এর আগে হয়নি, বিশ্বের সবচেয়ে বড় টিকাকরণ কর্মসূচি; প্রধানমন্ত্রী

Spread the love

দেশজুড়ে করোনার টিকাকরণের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টিকাকরণের সূচনা করে ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে দেশবাসীর উদ্দেশ বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘একটা ভ্যাকসিন তৈরি করতে বছর লেগে যায়। সেখানে কম সময়ে দু-দুটো মেড ইন ইন্ডিয়া ভ্যাকসিন। তিনি বলেন, এটাই ভারতের সামর্থ্যকে তুলে ধরে। ভারতীয় বিজ্ঞানীদের দক্ষতার জলজ্যান্ত প্রমাণ।

তিনি এদিন বলেন, ‘মানুষ চেষ্টা করলে পাথরও জল হয়ে যায়, এটা তারই প্রমাণ। দিনরাতের পরিশ্রমে সাফল্য এসেছে। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, হাসপাতালের সাফাইকর্মীরা সবার আগে করোনা টিকা পাবেন। সেটা সরকারি হাসপাতাল হোক বা বেসরকারি নার্সিংহোম-ই হোক।’

তিনি জানান, ‘এরপর জরুরি সেবা ও দেশের সুরক্ষার সঙ্গে যাঁরা যুক্ত, সেনা, সুরক্ষা বল, পুলিস, দমকলকর্মী, পুর ও পঞ্চায়েত সাফাইকর্মী প্রমুখ। এরা সংখ্যায় প্রায় ৩ কোটি। এদের সবার টিকাকরণের খরচ ভারত সরকার বহন করবে।’

তিনি বলেন, ‘ইতিহাসে এতবড় টিকাকরণ কর্মসূচি এর আগে হয়নি। বিশ্বের সবচেয়ে বড় টিকাকরণ কর্মসূচি।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*