সামনেই নির্বাচন। নিজের নিজের মতো করে ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে তৃণমূল-বিজেপি। আর রাজ্য-রাজনীতির লাইমলাইটে এখন শুভেন্দু অধিকারী। শুভেন্দুকে সামনে রেখেই নিজেদের শক্তিপরীক্ষার লড়াইয়ে নেমে পড়েছে পদ্মশিবির। শনিবার চন্দ্রকোণায় শুভেন্দুবাবুর সভা থেকে আরও একবার উঠে এল ‘তোলাবাজ ভাইপো’-র কথা।
সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একের পর এক তৃণমূল নেতা শুভেন্দুবাবুকে বিশ্বাসঘাতকের তকমা দিয়েছেন। মীরজাফর বলতেও ছাড়েননি । আজ সেই প্রসঙ্গে রাজ্যের শাসকদলের নির্বাচনী প্রচারের অন্যতম মুখ ‘ভাইপো’-কে আবারও একহাত নিলেন শুভেন্দু । বললেন, চন্দ্রকোণায় একের পর এক নির্বাচনে তৃণমূলের পরাজয় হয়েছে। বাকিরা সব ভালো আসন বেছে নিয়েছিলেন। এই শুভেন্দুই এসে তৃণমূলের অফিস খোলে। সেদিন তোলাবাজ ভাইপোকে দেখা যায়নি। বড় বড় লেকচার দিচ্ছে। বলছে মীরজাফর। আমি ক্রেডিট নিতে আসিনি । আপনার থেকে বিশ্বাসযোগ্যতার সার্টিফিকেট নেব না ।
শুভেন্দুময় রাজ্য-রাজনীতিতে এখন চলছে আক্রমণ-পালটা আক্রমণের পালা । চন্দ্রকোণা থেকে শুভেন্দুবাবু আরও বলেন, তৃণমূল সবচেয়ে বড় সুবিধাবাদীদের দল। নিজের পুরানো দলকে প্রাইভেট কোম্পানি বলতেও ছাড়েননি তিনি।
নির্বাচনের আগে প্রায় প্রতিদিনই একের পর এক জেলায় নতুন দলের হয়ে সভা করছেন শুভেন্দু। এর আগে দুর্গাপুর শিল্পাঞ্চলের এক সভায় বিধানসভা নির্বাচনে জিততে বামপন্থী ও কংগ্রেস সমর্থকদের ভোট চেয়েছিলেন তিনি ৷
Be the first to comment