দিল্লি থেকে ফিরে দিলীপ ঘোষের সাফ কথা,’রাজ্যের স্বার্থে কেউ যদি বিজেপির ঝান্ডা ধরতে চায়, তাহলে তো না করতে পারি না। তবে আমাদের কাজের উপযোগী, সমাজের কাছে ঠিকঠাক আছে, এমনই লোককে নেওয়ার চেষ্টা করব। দরজা খোলা আছে, কিন্তু বেশিদিন থাকবে না।’
গতকাল দিল্লিতে অমিত শাহের বাড়িতে দিলীপ ঘোষ, মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীদের সঙ্গে বৈঠকে বসেন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। সেই বৈঠকেও কাদের দলের নেওয়া হবে,তা নিয়ে আলোচনা হয়। আলোচনায় উঠে আসে, অন্য দল থেকে অনেক দুর্নীতিগ্রস্থ নেতাও যোগ দিয়েছেন বা যোগ দিতে চাইছে। তাতে দলে সাংগঠনিক শক্তি বাড়লেও ভাবমূর্তি নষ্ট হচ্ছে। সিদ্ধান্ত নেওয়া হয়, জেতার সম্ভাবনার নিরিখে শুধুমাত্র যোগ্য নেতাদেরই বিধানসভা ভোটের টিকিট দেওয়া হবে। সূত্রের খবর তেমনই।
Be the first to comment