আজ চন্দ্রকোনায় সভা করেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন তিনি। বিজেপিতে যোগদানের পরদিন থেকেই একের পর এক কর্মসূচি নিয়েই চলেছে শুভেন্দু।
আজ তিনি বলেন, ‘তৃণমূল কংগ্রেস প্রাইভেট লিমিটেড উঠে গিয়েছিল। দরজা খোলার লোক পাওয়া যেত না। তোলাবাজ ভাইপোকে কেউ দেখতে পায়নি। তখন আমি পার্টি অফিস খুলে বসতে বলেছিলাম। আর সুবিধাবদী নেত্রী তাদের দলনেত্রী। চাষীরা আলুর দাম পায়নি।’
তিনি আরোও বলেন, ‘শুভেন্দু অধিকারী চেনা লোক। ২০১৮-তে আমি ক্রেডিট নিতে আসিনি। আমি পুরসভাগুলোর দায়িত্ব বেছে নিয়েছিলাম।
সবশেষে তিনি বলেন, ভারতের সবচেয়ে সুবিধাবাদী দল তৃণমূল।’
Be the first to comment