ঘন কুয়াশার চাদরে মোড়া উত্তর-পশ্চিম ভারত। রাজধানী দিল্লি-সহ উত্তরপ্রদেশ, বিহার এবং উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট। উত্তরবঙ্গে দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাও ঘন কুয়াশাচ্ছন্ন। বীরভূম মুর্শিদাবাদের ঘন কুয়াশার সর্তকতা। দৃশ্যমানতা ৫০০ মিটার নিচে। রাজধানী দিল্লি-সহ বিহার পর্যন্ত ঘন কুয়াশার দাপট থাকবে আরও ৪৮ ঘণ্টা।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সামান্য কমে কলকাতার তাপমাত্রা রবিবার ১৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। গতকালও দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নিচে ছিল। ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। সকালে হালকা কুয়াশা থাকলে পরে আকাশ পরিষ্কার হয়ে যায়। রাতের তাপমাত্রা থেকে দিনের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটা নিচে থাকায় সারাদিন জমিয়ে শীতের আমেজ ছিল। আগামিকাল থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। আগামী ৩দিনে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
সিকিমে আগামী কয়েকদিন হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং-সহ পাহাড়ি এলাকায়। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী কয়েকদিনে হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তর-পশ্চিম ভারতে শীতল দিনের পরিস্থিতি। আগামী কয়েকদিনে ঘন কুয়াশা হওয়ায় তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে শুক্রবার নাগাদ। তার প্রভাবে সপ্তাহান্তে জম্মু কাশ্মীর লাদাখ-সহ হিমাচল প্রদেশ তুষারপাতের সম্ভাবনা। আবহাওয়ার পরিবর্তন হবে উত্তর-পশ্চিম ভারতে।
দক্ষিণ ভারত থেকে উত্তর পূর্ব মৌসুমি বায়ু বিদায় নেবে মঙ্গলবার। বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণ ভারতে ও। আগামী কয়েকদিনে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণ ভারতে।
এখন জেলার কোথায় কত তাপমাত্রা আজ দেখে নিন এক নজরে।
দক্ষিণবঙ্গ
আসানসোল: ৯ ডিগ্রি সেলসিয়াস।
বাঁকুড়া: ৯.৯ ডিগ্রি সেলসিয়াস।
বহরমপুর: ৮.৪ ডিগ্রি সেলসিয়াস।
কন্টাই: ৮.৫ ডিগ্রি সেলসিয়াস।
কলাইকুন্ডা: ১০.৭ ডিগ্রি সেলসিয়াস।
কৃষ্ণনগর: ৯.৮ ডিগ্রি সেলসিয়াস।
পানাগড়: ৭.৬ ডিগ্রি সেলসিয়াস।
শ্রীনিকেতন: ৯.৩ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গ
বালুরঘাট: ৯.৮ ডিগ্রি সেলসিয়াস।
দার্জিলিং: ৪.৪ ডিগ্রি সেলসিয়াস।
কালিম্পং: ৪ ডিগ্রি সেলসিয়াস।
মালদা: ১০ ডিগ্রি সেলসিয়াস।
Be the first to comment