অবশেষে মিটতে চলেছে মেট্রো যাত্রীদের নিত্য সমস্যা ‘দ্বার সংকট ‘ নিউ নর্মাল যাত্রীদের নিত্য সমস্যা মেটাতে আজ সোমবার থেকে চালু হচ্ছে মেট্রোর একাধিক স্টেশনে, একাধিক গেট খোলা।
করোনা আবহকালে নিউনির্মাল সময় মানুষ কে নিরাপদে রাখার জন্য ভিড় এড়ানোর জন্য মেট্রো স্টেশনে প্রবেশের একাধিক গেট বন্ধ রাখা হচ্ছিল।
একাধিক গেট বন্ধ রাখা হচ্ছিল সব মেট্রো স্টেশনেই কোথাও কোথাও আবার একটি গেট দিয়ে প্রবেশ ও অপর গেট দিয়ে বাইরে বেরোনোর বেবস্থা করা হয়েছিল। এর ফলে বেশ ভোগান্তি হচ্ছিল মেট্রো যাত্রীদের ।
যাত্রীদের এই সমস্যা অবসানের জন্য মেট্রো কতৃপক্ষের সিদ্ধান্তে সোমবার থেকে একাধিক স্টেশনে খোলা থাকবে অতিরিক্ত ৫ টি গেট। সোমবার থেকে সেন্ট্রাল স্টেশনের ৫ নম্বর গেট খোলা থাকবে প্রবেশের জন্য। এছাড়া কালীঘাট স্টেশনের ৪ ও ৫ নম্বর গেট খোলা থাকবে যাত্রীদের বেরোনোর জন্য,এবং ১০ নম্বর গেট দিয়ে করা যাবে প্রবেশ । এছাড়া রবীন্দ্র সরোবরে ৪ নম্বর গেট খোলা হবে যাত্রীদের বেরোনোর জন্য ও চাঁদনী চক ও পার্ক স্ট্রিটের ১ নম্বর দিয়ে প্রবেশ ও ২, নম্বর দিয়ে বেরোনোর জন্য খোলা হবে।
প্রসঙ্গত সোমবার থেকে বন্ধ হচ্ছে ই পাশ বেবস্থা ।এবার থেকে স্মার্ট কার্ড থাকলেই যাতায়াত করা যাবে মেট্রোতে । এছাড়া আগের চেয়ে বাড়ানো হচ্ছে ট্রেন সংখ্যা আগে দৈনিক ২২৮ টি ট্রেন চলত এবার চলবে ২৪০ টি ট্রেন।তবে টোকেন বেবস্থা চালু হচ্ছে না এখনি। মেট্রো রেল তরফের এই সিদ্ধান্তে আশা করা যাচ্ছে আর অসুবিধায় পড়তে হবে না যাত্রীদের।
Be the first to comment