ভোট ঘোষণা হয়নি এখনও ৷ তার আগেই হয়ে গেলো তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা ৷ তবে তা শুধু হল একটি মাত্র আসনেই ৷ সোমবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের জনসভা থেকে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে তিনিই এবার নন্দীগ্রামের প্রার্থী ৷
প্রসঙ্গত, ২০১১ সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর কলকাতার ভবানীপুর কেন্দ্র থেকে উপ-নির্বাচনে জিতে বিধায়ক হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ২০১৬ সালেও ওই একই কেন্দ্র থেকে প্রার্থী হন তিনি ৷ কিন্তু এবার নন্দীগ্রাম থেকে প্রার্থী হতে চান বলে জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো ৷
মঞ্চে দাঁড়িয়ে দলের শীর্ষস্তরের নেতা সুব্রত বক্সিকে উদ্দেশ্য করে তিনি জানান যে তাঁকে যেন নন্দীগ্রাম থেকেই প্রার্থী করা হয় ৷ তবে ভবানীপুরকেও তিনি অবহেলা করতে চান না বলে জানিয়েছেন ৷ জনতার উদ্দেশ্যে প্রতিশ্রুতির সুরে তিনি জানিয়েছেন, ভবানীপুরেও তিনি ভালো প্রার্থী দেবেন ৷ এ দিন নন্দীগ্রামের তেখালিতে সভা করতে গিয়ে নিজের বক্তব্যের শেষ দিকে বড় চমক দেন মুখ্যমন্ত্রী ৷ তিনি হঠাৎই বলেন, আমি নন্দীগ্রামে দাঁড়ালে কেমন হয়? ভাবছিলাম ৷ একটু ইচ্ছে হল ৷ আমি হয়তো ইলেকশনের সময় টাইম দিতে পারব না ৷ কারণ আমাকে ২৯৪টা আসনে লড়তে হবে ৷ আপনারা কাজটা করবেন, বাকি কাজটা পরে করে দেব ৷ এমন দল কোথাও দেখেছেন ভালবাসার টানে নিজের আবগকে আমি ধরে রাখতে পারবনা ৷
এর পরেই মমতা নিশ্চিত করে বলেন, নন্দীগ্রাম থেকে আমি দাঁড়াব৷ আপনাদের আমি বলে গেলাম ৷ যেহেতু ২০১৬ বিধানসভা নির্বাচনের আগে এখান থেকেই নির্বাচনের ঘোষণা করেছিলাম, তাই আমার বিবেক আমাকে জাগ্রত করে বলল, ওরে নন্দীগ্রাম থেকে ঘোষণাটা কর ৷ এটাই তোদের সবথেকে লাকি জায়গা ৷
তৃণমূলনেত্রীর এই বক্তব্যের পরই দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি আনুষ্ঠানিক ভাবে নন্দীগ্রাম আসন থেকে প্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করে দেন।
এদিকে নন্দীগ্রামে নিজের নাম প্রার্থী হিসাবে ঘোষণা করায় সরব হয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গে বিজেপির কো-ইনচার্জ অমিত মালব্য টুইট করে জানান, নার্ভাস হয়ে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
দেখুন টুইট!
Be the first to comment