চারু মার্কেটের কাছে মিছিল পৌঁছতেই শুভেন্দুর র‍্যালি লক্ষ্য করে ইটবৃষ্টি, ব্যাপক উত্তেজনা

Spread the love

সোমবার দক্ষিণ কলকাতায় বিজেপির এক বিশাল কর্মসূচি। মিছিল শুরু হয়েছে টালিগঞ্জ থেকে রাসবিহারী পর্যন্ত। মিছিলটি রাসবিহারী আসার পথে চারু মার্কেটের কাছে এলে উত্তেজনার সৃষ্টি হয়। বহুতল থেকে মিছিলের উদ্দেশে পাথর, ঢিল ছোড়া হয়।

এছাড়াও তৃনমূলের পতাকা হাতে কিছু লোক মিছিলের উদ্দেশ্যে তিরষ্কার করতে শুরু করে। পাশাপাশি বেশ কিছু লোক তৃনমূলের পতাকা হাতে স্লোগান তোলে ‘গো ব্যাক মীরজাফর ‘ সব মিলিয়ে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে আজ বিজেপির এই মিছিলকে ঘিরে। পুলিশের বিরুদ্ধে নিস্ক্রিয়তার অভিযোগ এনেছে বিজেপি।

শিয়রে বিধানসভা ভোট। রাজ্য-রাজনীতিতে টানটান উত্তেজনা। নির্বাচনী ময়দানে শাসক-বিরোধী কোনও পক্ষই কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তেও নারাজ। বিজেপিতে যোগ দেওয়ার পর আজ সোমবারই প্রথম কলকাতার বুকে প্রথম হাইভোল্টেজ রোড শো শুভেন্দুর।

ফলে এই রোড শো ঘিরে একেবারে টানটান উত্তেজনা পরিস্থিতি ছিলই। শুভেন্দুর মিছিল চলাকালীন হঠাত করেই বিজেপির মিছিল লক্ষ্যে করে ইটবৃষ্টি করা হয় বলে অভিযোগ। ক্যামেরায় ধরা পড়া ছবিতে দেখা গিয়েছে, তৃণমূলের পতাকা হাতে বেশ কয়েকজন কর্মী প্রথম ইট ছোঁড়ে মিছিল টার্গেট করে।

মিছিল যে রাস্তা ধরে যাচ্ছিল তার ঠিক উপর সাইড থেকে একের পর এক ইট ছোঁড়া হয়। ইটের আঘাতে বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়। এরপরেই কার্যত অগ্নিগর্ভ চেহারা নেয় গোটা এলাকা। পালটা বিজেপি কর্মীরাও ইট ছুঁড়তে শুরু করে।

স্থানীয় বাড়িঘর টার্গেট করে ইট ছোঁড়া হয়, এমনটাই অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনার সময়ে কোনও পুলিশকে ঘটনাস্থলে দেখা যায়নি বলে অভিযোগ। যদিও ঘটনার পর বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও থমথমে এলাকা।

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। এলাকা ঘুরে দেখেন তিনি। কথা বলেন এলাকার মানুষের সঙ্গে। এরপর অরূপ বিশ্বাস অভিযোগ করে বলেন যে, এলাকার ছেলেরা তৃণমূলের পতাকা লাগাচ্ছিল। সেই সময় হঠাত করেই তাঁদের উপর হামলা হয় বলে অভিযোগ। বিজেপি কর্মীরাই প্রথমে হামলা চালিয়েছে বলে অভিযোগ তাঁর।

অরূপ বিশ্বাস আরও অভিযোগ করে বলেন যে, বিজেপি কর্মীরা এলাকার মহিলাদের মারধর করেছে বলে অভিযোগ। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। তাঁর পালটা দাবি, বাংলায় আইনশৃঙ্খলা বলে কিছু নেই। জঙ্গলরাজ চলছে। আর সেটাই ফের একবার প্রমান করল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*