মধ্য রাতে ঘটে গেল মর্মান্তিক এক দুর্ঘটনা গুজরাটে ঘুমন্ত শ্রমিক দের পিষে দিল ট্রাক, মৃত ১৫

Spread the love

গুজরাটের সুরাটে ঘটেগেল এক মর্মান্তিক দুর্ঘটনা। ফুটপাতে ঘুমন্ত মানুষদের উপর উঠে পড়ল ট্রাক।ঘটনাস্থলে মৃত্যু হয় ১৫জনের ও গুরুতর আহত ৬।

প্রাথমিক ভাবে জানা যাচ্ছে মধ্য রাতে সুরাটের কোসাম্বায় আখ বোঝাই একটি ট্রাকের সঙ্গে একটি ট্রাক্টরের ধাক্কা লাগে ফলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উঠে পড়ে ফুটপাতের উপর।সেই ফুটপাতেই ঘুমন্ত অবস্থায় ছিল কিছু পরিযায়ী শ্রমিক ।ট্রাকটি তাদের একেবারে পিষে দিয়ে যায়।
প্রাথমিক ভাবে ১৩জনের মৃত্যু হয়ে ও আহত হয় বেশ কয়েকজন পরে আহতদের মধ্যে আরও ২জনের মৃত্যু হয় বলে জানা গেছে। মৃতেরা সকলেই রাজস্থানের বান্সওয়াদার বাসিন্দা। প্রত্যেকদিনের মতো গতকাল রাতেও এই শ্রমিকরা সারাদিনের কাজ সেরে ফুটপাতেই ঘুমিয়েছিলেন।ঠিক সেই সময়ই এই দুর্ঘটনা ঘটার ফলে কারুর পক্ষেই সেখান থেকে সরে যাওয়া সম্ভব হয়নি।যার ফলে ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা।এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়।দুর্ঘটনার পরেই সাথে সাথে উদ্ধার কার্যে আসে পুলিশ ,স্থানীয় লোকজন কেও হাত লাগাতে হয় উদ্ধার কার্যে।
এই ঘটনার জন্য শোক প্রকাশ করেছেন প্রধানন্ত্রী নরেন্দ্র মোদী।তিনি বলেছেন “নিহতদের পরিবারের জন্য আমার সমবেদনা রইলো ও আহত দের দ্রুত আরোগ্য কামনা করি”।
গতকালের সুরাটের এই ঘটনা উসকে দিলো গত মে মাসের ঔরঙ্গবাদের ভয়াবহ ঘটনার স্মৃতি ।লকডাউনে বাড়ি ফেরার পথে ক্লান্ত হয়ে ট্রেন লাইনে ঘুমিয়ে পড়া শ্রমিক দের পিষে দেয় ভোরবেলায় ট্রেন।ঘটনাস্থলে মৃত্যু হয়েছিল ১৬জনের।সেই মর্মান্তিক স্মৃতি আবারও ফিরিয়ে দিল জানুয়ারির প্রথমেই মাঝেরাতে ঘটে যাওয়া এই গুজরাট কান্ড।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*