ছিল না কোহলি, বুমরাহ, সামি, ঈশান্ত, অশ্বিনরা। কিন্তু ঋষভ, সিরাজ, শার্দুলরা দেখিয়ে দিল তারা তৈরি। গাব্বায় অস্ট্রেলিয়াকে হারিয়ে টানা তিনবার বর্ডার-গাভাসকার ট্রফি জিতল ভারত।
শুরুটা হয়েছিল ২০১৮ সালে ৷ সেবার বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় তরুণ ক্রিকেট দল অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে দুরমুশ করেছিল ৷ তিন বছর পর ভারতীয় দলে একাধিক পরিবর্তন হলেও, ফলাফলে কোনও পরিবর্তন হল না ৷ ব্রিসবেনে শেষ টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে আবারও ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাল টিম ইন্ডিয়া ৷ ২-১ ফলাফলে বর্ডার-গাভাসকর ট্রফি নিজেদের দখলে রাখল অজিঙ্ক রাহানেরা ৷ ষেখানে ম্য়াচ জেতানো ইনিংস খেললেন উইকেট কিপার ব্য়াটসম্য়ান ঋষভ পন্থ ৷
মঙ্গলবার পঞ্চম দিনের শুরুতেই রোহিত শর্মার উইকেট হারায় ভারত ৷ মাত্র ৭ রান করে প্য়াট কামিন্সের বলে উইকেটের পিছনে ক্য়াচ দিয়ে ফিরে যান সহ অধিনায়ক রোহিত ৷ তবে, এখান থেকেই লড়াই শুরু করেন অস্ট্রেলিয়া সফরে ডেবিউ করা শুভমন গিল (৯১) এবং চেতেশ্বর পূজারা (৫৬) ৷ আজ শুরু থেকেই শুভমান গিল নিজের সাধারণ খেলা খেললেও, রক্ষণাত্মক ভঙ্গিতে ইনিংস শুরু করেন পূজারা ৷ প্রথম ১০০ বলে মাত্র ১১ রান করেন তিনি ৷ চা বিরতির পর আউট হওয়ার আগে তিনি ২১১ বল খেলে ৫৬ রান তোলেন ৷ ৯১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন শুভমন গিল ৷ শুভমন ও পূজারা ছাড়াও ভারতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ ইংনিস খেলেন উইকেট-কিপার ব্য়াটসম্য়ান ঋষভ পন্থ ৷ তিনি ১৩৮ বলে ৮৯ রান করেন ৷
অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় ইনিংসে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স প্য়াট কামিন্সের ৷ তিনি ৪ উইকেট নেন ৷ ২ উইকেট নেন অফ স্পিনার নাথন লায়েন ৷
ব্রিসবেনের গাব্বায় প্রথম ইনিংসে ৩৬৯ রান করেছিল অস্ট্রেলিয়া ৷ যেখানে ১০৮ রানের উল্লেখযোগ্য় ইনিংস খেলেন মার্নস লাবুশেন ৷ জবাবে, প্রথম ইনিংসে শুরুটা ভালো করেনি ভারতীয় দল ৷ শুরুতেই শুভমনের উইকেট হারায় ভারত ৷ রোহিত, পূজারা, রাহানে, ময়ঙ্করা শুরুটা ভালো করলেও, তা বড় ইনিংসে পরিবর্ত করতে ব্য়র্থ হন তাঁরা ৷ এই অবস্থায় ভারতীয় ইনিংসের হাল ধরেন লোয়ার মিডল অর্ডারে নামা ওয়াশিংটন সুন্দর (৬২) এবং শার্দুল ঠাকুর(৬৭)৷ এই দুই তরুণ ক্রিকেটারের লড়াইয়ে ভারত ৩৩৬ রান তোলে ৷
প্রথম ইনিংসে ৩৩ রানে পিছিয়ে থাকলেও, ভারতীয় অনভিজ্ঞ তরুণ বোলিং লাইন আপের দুর্দান্ত পারফরম্যান্সে ম্য়াচে কামব্য়াক করে ভারত ৷ ২৯৪ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া ৷ টেস্ট কেরিয়ারে নিজের প্রথম ৫ উইকেট নেন মহম্মদ সিরাজ ৷
Be the first to comment