মতা বন্দ্যোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন শুরু হয়ে গেল নন্দীগ্রামে। ছবিটাই বুঝিয়ে দিচ্ছে মমতার ভোকাল টনিকে চাঙ্গা ঘাসফুল শিবির। রাজনৈতিক মহলের একাংশের ব্যখ্যা ঠিক এমনটাই চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবিভক্ত মেদিনীপুরের ৩৫টি আসন দখলে মরিয়া বিজেপি শুভেন্দু অধিকারীরে সামনে রেখে সামনে রেখে যে ভাবে ঘুঁটি সাজাচ্ছিল তা চাপ বাড়াচ্ছিল মমতা ব্রিগেডের।
এদিকে আজ খেজুরিতে পাল্টা সভা করতে চলেছেন শুভেন্দু অধিকারীও। রাজনৈতিক মহল বলছে, এ দিন এই মঞ্চ থেকে ভোটপ্রচারের কাজই শুরু করে দিতে চাইছেন শুভেন্দু অধিকারী। হেড়িয়ার সভা মঞ্চে শুভেন্দুর সঙ্গে থাকবেন লকেট চট্টোপাধ্যায়, বাবুল সুপ্রিয়রা।
উল্লেখ্য এদিন শুভেন্দুর সভার আগে বিজেপি কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ হামলা হয়েছে গড়চক্রবেড়িয়া,কালীচরণপুর, বঙ্কিম মোড়ে। অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে।
Be the first to comment