পুণের সেরাম ইনস্টিটিউটে আগুন, মৃত কমপক্ষে ৫

Spread the love

ভয়াবহ অগ্নিকাণ্ড পুনের সেরাম ইনস্টিটিউটে। বৃহস্পতিবার দুপুর থেকে পুনের মঞ্জরী এলাকায় ওই ইনস্টিটউটের অফিসে আগুন লাগে। দুপুর থেকে চলছে উদ্ধারকাজ। এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে এই অগ্নিকাণ্ডে। পুনের মেয়র এই পাঁচজনের মৃত্যুর খবর জানিয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, সিরাম ইনস্টিটিউটের মধ্যে এক প্রশাসনিক ভবনে আগুন লাগে। সিরাম ইনস্টিটিউটটি বেশ কয়েক একর জায়গা জুড়ে অবস্থিত। যে অংশে আগুন লেগেছে, তার আশেপাশের অঞ্চলে কোভিশিল্ড নয়, তৈরি হয় বিসিজি ভ্যাকসিন। কোভিশিল্ড ভ্যাকসিন যে অংশে তৈরি হয় তা আগুন লাগা অংশের থেকে বেশ অনেকটা দূরে।

তাই সেখানে আগুনের কোনও আঁচ পড়েনি। তাই করোনারোধী ভ্যাকসিন মজুত থাকার জায়গা অক্ষতই রয়েছে বলে আশ্বস্ত করেছে সিরাম ইনস্টিটিউট। সংস্থার পক্ষ জানা গিয়েছে, প্রশাসনিক একটি ভবনের তৃতীয় ও চতুর্থ তলে আগুন লাগে।

সেরাম ইনস্টিটিউট কোভিশিল্ড ভ্যাকসিনও প্রস্তত করে। তবে ক্যাম্পাসের যে অংশে আগুন লেগেছে সেখানে কোরোনার প্রতিষেধক কোভিশিল্ড তৈরির কাজ হয় না। কোভিশিল্ড তৈরির ইউনিট সুরক্ষিত রয়েছে।

সেরাম ইনস্টিটিউটের পার্শ্ববর্তী এলাকা থেকে যে ভিডিয়ো সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে আশপাশ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে । দমকলের কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছেন । আগুন যাতে অন্য ইউনিটগুলিতে ছড়িয়ে না পড়ে, সেই দিকেও সজাগ রয়েছেন দমকলকর্মীরা ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*