ভারতীয় শেয়ার বাজারের ইতিহাসে এই প্রথম বার ৫০ হাজারের সূচক পেরিয়ে গেল সেনসেক্স৷ করোনা অতিমারির জেরে দেশের অর্থনীতি এখনও পুরোপুরি ঘুরে না দাঁড়ালেও বাজার যে চাঙ্গা হচ্ছে, তা বৃহস্পতিবার ফের একবার প্রমাণিত হল ৷
এ দিন তিনশো পয়েন্ট বেড়ে শেয়ার সূচক ৫০ হাজার পেরিয়ে যায় ৷ এ দিন ৫০,১২৬.৭৩ পয়েন্টে পৌঁছে যায় সেনসেক্স৷ অন্যদিকে নিফটির সূচকও বেড়ে হয় ১৪,৭৩৮.৩০ ৷ ১৯৯৯ সালে ৫০০০ পয়েন্ট পেরিয়েছিল সেনসেক্স ৷ ২০ হাজারে পৌঁছতে সময় লাগে আরও ৮ বছর ৷
২০১৯ সালের ২৩ মে ৪০ হাজার পার করে সেনসেক্স৷ আরও দশ হাজার পয়েন্ট বাড়িয়ে ৫০ হাজারের সূচক পেরোতে দু’ বছর সময় লাগল ৷
ঊর্ধ্বমুখী বাজারের সুফল যে সংস্থাগুলির শেয়ার পেয়েছে তার মধ্যে রয়েছে বাজাজ অটো, বাজাজ ফিনসার্ভ, বাজাজ অটো, এইচসিএল টেক, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং এশিয়ান পেইন্টস৷ এই সংস্থাগুলির শেয়ার দর প্রায় ১.৪৩ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে ৷
বাজার বিশেষজ্ঞরা বলছেন, নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শপথ নেওয়ার পর আমেরিকার অর্থনীতিও ঘুরে দাঁড়াবে, এমনই আশা করা হচ্ছে ৷ সেক্ষেত্রে রপ্তানী নির্ভর এশিয়ার বাজারও তার সুফল পাবে ৷ ফলে বাইডেনের শপথ গ্রহণও বাজারকে ঊর্ধ্বমুখী করার অন্যতম কারণ বলেই মনে করা হচ্ছে ৷
Be the first to comment