বাম আমলে অনেক উন্নয়ন হয়েছে, বুদ্ধবাবু সৎ, লক্ষ্মণ শেঠ হার্মাদ ছিলেন; কেশপুরে শুভেন্দু

Spread the love

বাম আমলে অনেক উন্নয়ন হয়েছে এমনটাই বললেন একদা তৃণমূলের হেভিওয়েট নেতা এখন বিজেপির নেতা শুভেন্দু অধিকারী।

তিনি আজ বলেন, ‘বাম আমলে এসএসসি হত, ২০১৪-র পর হয়নি। বাম আমলে অনেক উন্নয়ন হয়েছে। বুদ্ধবাবু সৎ, লক্ষ্মণ শেঠ হার্মাদ ছিলেন।’ তিনি আরোও বলেন, ‘ কৃষক আইনের বিরুদ্ধে প্রতিবাদ করছে তৃণমূল। চাষিদের সহায়কমূল্য না দিয়ে কাটমানি নেওয়া হচ্ছে। রাজ্যের কৃষকদের বিদ্যুতে ছাড় দেওয়া হচ্ছে না। ডিজেলের দামেও রাজ্য সরকার কৃষকদের ছাড় দেয় না। কিষাণ সম্মান নিধি প্রকল্পে কৃষকদের বঞ্চিত করা হয়েছে। রাজ্যের ৭৩ লক্ষ কৃষক ১৪ হাজার টাকা থেকে বঞ্চিত হয়েছে।’

শুভেন্দু বলেন, ‘লকডাউনে চাল চোর, আমফানে ত্রিপল চোর, এখন টিকা চোর। এবার বিজেপি জিতবে, সরকার হবে। বামপন্থীরা ভোট দিন বিজেপিকে। কলেজের ছাত্র সংসদে ৪ বছর ভোট হয়নি। স্কুলের ছোলাতেও কাটমানি খাচ্ছে। পড়ুয়াদের দেওয়া জুতো, স্কুলড্রেসেও কমিশন খাচ্ছে। লকডাউনের পর রাজ্যের চাকরির ছবি স্পষ্ট হয়ে গেছে।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*