কর্নাটকে ভয়াবহ ডিনামাইট বিষ্ফোরণে আতঙ্কিত গোটা এলাকা, মৃত ৮

Spread the love

বৃহস্পিবার রাত ১০.৩০ নাগাদ ভয়াবহ ডিনামাইট বিষ্ফোরণে কেপে উঠলো কর্ণাটকের শিবমাগো।
বিস্ফোরণের জেরে ৮ জনের মৃত্যু হয়েছে ।মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে বিষ্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে চারপাশের বাড়ি, রাস্তায় ফাটল ধরেছে। স্থানীয়রা প্রথমে ভেবেছিলেন হয়তো ভূমিকম্প হচ্ছে।

ঘটনাটি ঘটে ডিনামাইট ভর্তি একটি লোরি এলাকা দিয়ে যাওয়ায় পথে ।আচমকাই লরিটিতে বিষ্ফোরণ হয়।বিষ্ফোরনের ফলে লরিটি কার্যত উড়ে যায়।প্রবল শব্দে ভেঙে পরে আশেপাশের বাড়ির কাঁচ ফাটল ধরে রাস্তায় ।বিস্ফোরণের ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় ৫জনের পরে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৮ জন হয়।আহত বেশ কিছু সংখ্যক মানুষ।
এর পরেই ওই এলাকায় আসেন শিবমাগো পুলিশ সুপারিটেন্ডেন্ট সহ অন্যান্য অফিসাররা । আরও কোনো বিস্ফোরণের সম্ভাবনা আছে কিনা খতিয়ে দেখার জন্য এরপরে ওই এলাকায় আসেন বম্ব স্কোয়াডের কর্মীরাও।

এই ভয়াবহ দূর্ঘটনার জন্য শোক প্রকাশ করেছেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি এবং আহত দের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।তিনি জানান মৃত ও আহতদের ইতিমধ্যে সরকার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
গোটা এলাকা জুড়ে এখনও রয়েছে বিস্ফোরণের চিন্হ। আকস্মিক ঘটনায় সকলেই হতভম্ব।পুলিশ খোঁজ চালাচ্ছে আর কোনো সম্ভাবনা আছে কিনা বিস্ফোরণের।নতুন করে যাতে কোনো অনর্থ না হয় সেদিকে নজর রাখছে পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*