কোভিশিল্ডের পর আজ রাজ্যে আসছে কোভ্যাকসিন। হায়দরাবাদের ভারত বায়োটেক এবং আইসিএমআর কোভ্যাকসিন তৈরি করেছে।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ভ্যাকসিনগুলিকে বাগবাজারের স্টোরে মজুত রাখা হবে। তবে কবে, কোথায় কখন ভ্যাকসিনগুলি দেওয়া হবে, সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। স্বাস্থ্য মন্ত্রক ও স্বাস্থ্য দফতর আলোচনা করে সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে।
স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, শুক্রবার প্রথম পর্যায়ের চতুর্থ দফার টিকাকরণ। বৃহস্পতিবার কলকাতা থেকে বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে কোভিশিল্ড। তার আগে বুধবার দ্বিতীয় দফায় পুণে থেকে আসে করোনার ভ্যাকসিন।
Be the first to comment