মন্ত্রিত্ব থেকে পদত্যাগ রাজীব বন্দ্যোপাধ্যায়ের

Spread the love

মন্ত্রীত্ব থেকে ইস্তফা দিলেন রাজীব ব্যানার্জি। কিছুক্ষণ আগেই রাজ্যের বনমন্ত্রীর পদ থেকে ইস্তফাপত্র দিয়েছেন তিনি। রাজীব বন্দ্যোপাধ্যায় তাঁর পদত্যাগপত্রে মন্ত্রিত্ব ত্যাগের কারণ জানানি। যা লিখেছেন তার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, মাননীয় মুখ্যমন্ত্রী, মন্ত্রিত্ব ছাড়লাম।  দুঃখের সঙ্গে আপনাকে সিদ্ধান্ত জানাচ্ছি। রাজ্যের মানুষের সেবার সুযোগ পেয়েছি। সেই সুযোগ আমাকে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। রাজ্যপালকেও পদত্যাগের কপি পাঠিয়েছি। ইস্তফাপত্র গ্রহণ করলে বাধিত হব।

কয়েকদিন ধরেই বেসুরো ছিলেন রাজীব ব্যানার্জি। দলের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়ে দলের সঙ্গে দূরত্ব বাড়ছিল তাঁর। একাধিকবার দলের শীর্ষ নেতৃত্বের সাথে বসেছিলেন তিনি। কয়েকদিন আগে ফেসবুক লাইভে এসেও বিস্ফোরক মন্তব্য করেছিলেন রাজীব ব্যানার্জি।

এদিকে, মন্ত্রিত্ব ছাড়ার পরেই পদত্যাগী মন্ত্রী একটি ফেসবুক পোস্ট করেন। সেখানে লেখেন, বন্ধুরা, মন্ত্রিত্ব ছাড়লাম। আপনারা সবাই আমার পরিবারের সদস্য। আপনাদের সমর্থনেই আমি কাজের জোর পেয়েছি। আশা করছি, ভবিষ্যতেও আপনাদের সেবা করতে পারব। আপনাদের সেবার জন্যই আমি রাজনীতিতে আছি।

https://www.facebook.com/SriRajibBanerjee/posts/5164372870303239

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*