রাজ্যে এসেছিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তিনদিনের সফরে আজ ছিল শেষ দিন। বিভিন্ন রাজনৈতিক দল, রাজ্য প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তিদের সাথে বৈঠক সেরে কলকাতার এক অভিজাত হোটেলে সাংবাদিক সম্মেলন করেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা।
এরাজ্যে সুষ্ঠুভাবে নির্বাচন ঘটাতে যে তাঁরা বদ্ধ পরিকর সে ব্যাপারে তাঁকে প্রত্যয়ী দেখায়। এদিন তিনি বলেন যে, ‘সিভিক পুলিশ ও গ্রীন পুলিশ নির্বাচনে অংশগ্রহণ করবেনা, আদর্শ আচরণবিধি ঘোষণা হবার পর কোনো বাইক র্যালি করা যাবেনা, রাজ্যের নির্বাচনী বুথগুলি হবে নীচে অর্থাৎ দোতলা তিনতলায় হবেনা, বয়ষ্কদের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত বলে তিনি জানান।
এরপর তাঁকে জিজ্ঞাসা করা হয় যে নির্বাচনের দু-তিন মাস আগে থেকেই কি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে? এ বিষয়ে তিনি বলেন, ‘দু-তিন মাস আগে থেকে না হলেও নির্বাচন ঘোষণা করার আগেই মোতায়েন হবে কেন্দ্রীয় বাহিনী। যদিও পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী নেই বলেও উল্লেখ করেন তিনি।
Be the first to comment