রাজ্যে প্রতিদিনই আক্রান্তের তুলনায় বাড়ছে সুস্থতার সংখ্যা৷ তারফলে কমছে অ্যাক্টিভ আক্রান্ত৷ যা বাংলার স্বস্তি ৷ শুক্রবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন বুলেটিনের তথ্য অনুযায়ী,বাংলায় একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৪৯৩ জন ৷ বৃহস্পতিবার ছিল ৫১৭ জন৷ বুধবার ছিল ৫০৯ জন৷ তার ফলে একদিন আগেই রাজ্যে মোট সুস্থ হয়ে উঠার সংখ্যা সাড়ে ৫ লক্ষ ছাড়িয়েছে ৷ আজকের পরিসংখ্যান মতে, ৫ লক্ষ ৫০ হাজার ৭৩৭ জন৷ আর সুস্থতার হার বেড়ে ৯৭.০৮ শতাংশ ৷
গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৪০৬ জন৷ বৃহস্পতিবার ছিল ৪১৬ জন ৷ বুধবার ছিল ৪০৯ জন৷ সব মিলিয়ে বাংলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লক্ষ ৬৭ হাজার ৩০৪ জন ৷ একদিনে মৃত্যু হয়েছে মাত্র ৮ জনের৷ বৃহস্পতিবার ছিল ৯ জন ৷ বুধবার এই সংখ্যাটা ছিল ৬ জনের ৷ তারফলে বাংলায় মোট মৃতের সংখ্যা ১০ হাজার ৯৭ জন ৷ এদের মধ্যে শুধু কলকাতায় মৃত্যু হয়েছে ৩,০৫৫ জনের৷ আর উত্তর ২৪ পরগণার সংখ্যাটা ২,৪৪৯ জন ৷
গত ২৪ ঘন্টায় কলকাতায় মৃত্যু হয়েছে মাত্র ৩ জনের৷ করোনা শুরুর পর এই প্রথম উত্তর ২৪ পরগণায় গত ২৪ ঘন্টায় করোনায় একজনেরও মৃত্যু হয়নি ৷ তবে এদিন পশ্চিম বর্ধমান,পূর্ব বর্ধমান ও মেদিনীপুরে একজন করে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে৷ আর দার্জিলিংয়ে ২ জন ৷
একদিনে টেস্ট হয়েছে ২৮ হাজার ১৭১ টি৷ বাংলায় মোট করোনা টেস্ট হয়েছে সাড়ে ৭৭ লক্ষের বেশি ৷ তথ্য অনুযায়ী ৭৭ লক্ষ ৭৯ হাজার ৮৪০ টি ৷ ফলে প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্টের সংখ্যা বেড়ে হল ৮৬,৪৪৩ জন ৷ তবুও চিন্তা বাড়াচ্ছে মৃত্যু হার ৷ ২১ জানুয়ারির তথ্য অনুযায়ী, বাংলায় মৃত্যু হার ১ দশমিক ৭৮ শতাংশ ৷ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ১ হাজার ৩৪১ জন ৷ হোম আইসোলেশনে ৫ হাজার ১৯৩ জন ৷ আর সেফ হোমে রয়েছেন মাত্র ৩১ জন ৷
Be the first to comment