দেশনায়ক দিবস বনাম পরাক্রম দিবস ৷ নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো পঁচিশতম জন্মজয়ন্তীতে তাঁকে নিয়ে কার্যত দড়ি টানাটানি শুরু হয়েছে বাংলার মমতা সরকার ও কেন্দ্রের মোদী সরকারেরর মধ্য়ে ৷ নেতাজির জন্মজয়ন্তী পালনের অনুষ্ঠানেও রয়ে গেল তারই রেশ ৷ শনিবার কলকাতার নেতাজি ভবনে সুভাষচন্দ্র বসুর জন্মদিবস পালনের আয়োজন করা হয়েছিল ৷ সেখানে বসু পরিবারের সদস্য়রা ছাড়াও বক্তৃতা করেন মুখ্য়মন্ত্রী স্বয়ং ৷ তারপরই তিনি পৌঁছে যান শ্য়ামবাজারে ৷ সেখান থেকে রেডরোড পর্যন্ত পদযাত্রার সূচনা করেন মমতা ৷
তবে সেই কর্মসূচি শুরুর আগে কেন্দ্র তথা শাসকদল বিজেপিকে কটাক্ষ করেন মুখ্য়মন্ত্রী ৷ গেরুয়া শিবিরের প্রতি তাঁর কটাক্ষ, নেতাজি দূরদর্শী ছিলেন ৷ দেশ স্বাধীন হওয়ার আগেই তিনি পরিকল্পনা কমিশন এবং জাতীয় সেনাবাহিনীর ধারণা তৈরি করতে পেরেছিলেন ৷ ওঁরা নেতাজিকে নিজেদের আদর্শ বলে দাবি করেন ৷ অথচ নেতাজির পরিকল্পনা কমিশনের ভাবনাকে ওঁরা নষ্ট করে দিয়েছেন ৷
ওয়াকিবহাল মহলের ধারণা, বাংলার আসন্ন ভোটকে মাথায় রেখেই নেতাজিকে নিয়ে মাতামাতি শুরু করেছে পদ্মশিবির৷ বাঙালি আবেগকে কাজে লাগিয়েই বাঙালি ভোটকে ঝুলিতে পুরতে চাইছে তারা ৷ যা স্বাভাবিকভাবেই নাপসন্দ রাজ্য়ের মুখ্য়মন্ত্রীর ৷ তাই নেতাজিকে হাতিয়ার করেই পালটা বিজেপির বিরুদ্ধে মাঠে নামতে চাইছেন মমতা ৷ আর সেই সম্মুখ সমরের জন্য় নেতাজির জন্মজয়ন্তীকেই বেছে নিয়েছেন তিনি ৷
Be the first to comment