জাতীয় কন্যাসন্তান দিবসে কেন্দ্রের প্রকল্পের গুণগান মোদীর, কন্যাশ্রীর জয়গান মমতার

Spread the love

জাতীয় কন্য়াসন্তান দিবসের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রবিবার জাতীয় কন্য়াসন্তান দিবসে টুইট করে, দেশের মেয়েদের ক্ষমতায়ন নিয়ে কাজ করা সকলের প্রশংসা করেন প্রধানমন্ত্রী ৷ অন্যদিকে, জাতীয় কন্যাদিবসে পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্পের সাফল্য তুলে ধরেন মমতা ।

প্রধানমন্ত্রী তাঁর টুইটার হ্য়ান্ডেলে লেখেন, জাতীয় শিশুকন্য়া দিবসে, আমরা আমাদের ‘‘দেশের মেয়েদের’’ স্য়ালুট করি এবং বিভিন্ন ক্ষেত্রে তাঁদের সাফল্য়ের জন্য় শুভেচ্ছা জানাই ৷ কেন্দ্রীয় সরকার মেয়েদের ক্ষমতায়নের জন্য় একাধিক কর্মসূচি নিয়েছে ৷ বিশেষ করে মেয়েদের শিক্ষা, উন্নত স্বাস্থ্য় এবং লিঙ্গ সংবেদনশীলতার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে ৷

জাতীয় কন্য়াসন্তান দিবসে শুধু মেয়েদের নয়, যাঁরা নারী ক্ষমতায়ন ও উন্নতির জন্য় কাজ করছেন তাঁদেরও প্রশংসা করেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, ‘‘আজকে তাঁদের ভূমিকারও প্রশংসা করতে হবে, যাঁরা মেয়েদের ক্ষমতায়ন এবং তাঁদের সম্মানের সঙ্গে জীবনযাপনের জন্য় প্রতিনিয়ন কাজ করে চলেছেন ৷’’ ২০০৮ সালে কেন্দ্রীয় সরকার ২৪ জানুয়ারি দিনটিকে জাতীয় কন্য়াসন্তান দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করে ৷ যাতে দেশের কন্য়াসন্তানদের প্রতি সব শ্রেণির মানুষের মনোভাব বদলায় এবং তাদের গুরুত্ব বাড়ে ৷

পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ও আজ জাতীয় কন্য়াসন্তান দিবসের শুভেচ্ছা জানান দেশের সব মেয়েদের ৷ বাংলার মুখ্য়মন্ত্রী তাঁর টুইটারে লেখেন, আজ জাতীয় কন্য়াসন্তান দিবস ৷ বাংলায় কন্য়াশ্রী প্রকল্প কন্য়াসন্তানদের ক্ষমতায়নকে প্রতিষ্ঠিত করেছে এবং ২০১৭ সালে জনকল্য়াণ মূলক কাজের নিরিখে রাষ্ট্রসংঘে প্রথম পুরস্কার এনে দিয়েছে ৷ প্রায় ৯৬ লাখের বেশি কন্য়াসন্তান এই প্রকল্পের মাধ্য়মে তাঁদের স্কুল থেকে বিশ্ববিদ্য়ালয় পর্যন্ত উপকৃত হয়েছেন ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*