ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মঞ্চে উঠতেই অভাব্যতার ঘটনায় রাজ্য জুড়ে হইচই পড়ে গিয়েছে। বহু বাম-কংগ্রেস নেতাও এই ঘটনাকে ন্যাক্কারজনক বলে বর্ণনা করেছেন। এবার এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নামলেন কবীর সুমন।
গড়িয়াহাট মোড়ে একক ভাবেই জয় বাংলা লেখা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে পড়লেন সুমন। প্রতিবাদের এই পন্থাকে সত্যাগ্রহ বলছেন প্রবাদপ্রতীম সঙ্গীতকার তথা তৃণমূলের প্রাক্তন সাংসদ।
ঘটনার সূত্রপাত গতকাল অর্থাৎ শনিবার বিকেলে। নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে মমতা মঞ্চে উঠে বক্তব্য রাখতে যাবেন, এমন সময়েই দর্শকাসন থেকে একদল বিজেপি সমর্থক জয় শ্রীরাম ধ্বনি দিয়ে ওঠেন। অতীতে কনভয়েতে এই ধ্বনি ওঠায় মমতা মেজাজ হারিয়েছিলেন।
আজ রবিবার সকালে কবীর সুমন ফেসবুক পোস্টে লেখেন, সাবাশ মমতা, জয় শ্রীরাম নয়, এই বাংলায় কখনও নয়, জয় বাংলা, জয় মমতা। এরপরেই পথে নামার সিদ্ধান্ত নেন তিনি। গলায় জয় বাংলা প্ল্যাকার্ড লাগানো অবস্থায় দীর্ঘক্ষণ গড়িয়াহাট চত্বরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাঁকে।
কবীর সুম্ন গড়িয়াহাট থেকে বলেন, তৃণমূলের প্রাক্তন সাংসদ হিসেবে নয় তিনি রাস্তায় নামলেন সাধারণ নাগরিক হিসেবে, একজন মাননীয় মানুষকে ডেকে নিয়ে গিয়ে অপমান করার বিরুদ্ধেই অহিংস পথে এই সত্যাগ্রহ জানাচ্ছেন সুমন।
Be the first to comment