ভোটারদের ‘ভয়’ কাটাতে রাজ্যকে পদক্ষেপের পরামর্শ রাজ্য়পালের, পাল্টা ফিরহাদের

Spread the love

জাতীয় ভোটার দিবসে আইনশৃঙ্খলা নিয়ে ফের একবার রাজ্য় সরকার ও পুলিশ প্রশাসনকে নিশানা করলেন রাজ্য়পাল জগদীপ ধনকড় ৷ আজ একটি টুইটে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে উল্লেখ করে রাজ্য়পাল বলেন, ‘জাতীয় ভোটার দিবসে ভোটারদের ক্ষমতায়ন, সচেতন, নিরাপদ ও অবহিত করার জন্য় সর্বাত্মক প্রচেষ্টা করুন ৷

শুধু তাই নয়, ধনকড় অভিযোগ করেছেন, ভোটারদের রাজ্য়ের শাসক দলের প্রতি ভয় রয়েছে ৷ সেই ভয়কেও কাটিয়ে তুলতে পরামর্শ দিয়েছেন রাজ্য়পাল ৷ তিনি বলেন, ‘‘ভোটারদের মধ্য়ে সর্বোচ্চ ক্ষমতাশীলদের প্রতি যে ভয় রয়েছে, তা কাটিয়ে তুলতে হবে ৷” একইসঙ্গে পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখার পরামর্শ দিয়েছেন তিনি ৷ টুইটারে তিনি লেখেন, ‘‘পশ্চিমবঙ্গ পুলিশের রাজনৈতিক নিরপেক্ষতার অভাব রয়েছে ৷’’

https://twitter.com/jdhankhar1/status/1353534902818365441

তবে শুধুই মুখ্য়মন্ত্রী বা পুলিশ নয় ৷ স্বরাষ্ট্র দপ্তরের বিরুদ্ধেও নিজের ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্য়পাল ৷

পাল্টা ফিরহাদ হাকিম বলেছেন, ‘ফিয়ারফোবিয়া তৈরি করার চেষ্টা করছে বিজেপি ও রাজ্যপাল। আসলে নাচতে না জানলে উঠোন বাঁকা, বিজেপি জানে তারা হেরে যাবে, তাই ভয়ের আবহ, মুখ্যমন্ত্রীকে ডেকে নিয়ে গিয়ে অপমান এইসব করছে ওরা।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*