কোরোনা আবহে রেড রোডে সাধারণতন্ত্র দিবসের প্য়ারেডে নিষিদ্ধ দর্শক

Spread the love

কোরোনা আবহে জৌলুস কমছে কলকাতার সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানের ৷ আয়োজনের বহর যেমন কমানো হচ্ছে, তেমনি নিষেধাজ্ঞা জারি হয়েছে দর্শকদের আসার উপরেও ৷ সোমবার প্রশাসনিক সূত্রে সামনে এসেছে এই তথ্য় ৷ মুখমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়, রাজ্য়পাল জগদীপ ধনকড়-সহ রাজ্য় প্রশাসনের কিছু শীর্ষস্থানীয় কর্তা ছাড়া আর কোনও বিশিষ্ট ব্য়ক্তি এবারের অনুষ্ঠানে শামিল হবেন না ৷

রাজ্য় সরকার সূত্রে খবর, রেড রোডের এবারের প্য়ারেডে অংশগ্রহণ করবেন প্রায় ২০০ জন ৷ সংখ্য়াটা অন্য়বারের তুলনায় নগন্য ৷ রাজ্য় সরকারের এক আধিকারিক এই প্রসঙ্গে বলেন, কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এবছর রেড রোডের প্য়ারেডের আয়োজনে কাটছাঁট করা হয়েছে ৷ বিশিষ্টদের মধ্য়ে উপস্থিত থাকবেন খুব অল্প কয়েকজন৷ মুখ্য়মন্ত্রী ও রাজ্য়পাল ছাড়াও তাঁদের মধ্য়ে থাকবেন রাজ্য় প্রশাসনের কয়েকজন শীর্ষস্থানীয় কর্তা ও আধিকারিক ৷ শারীরিক দূরত্ববিধি মেনেই সকলের বসার ব্য়বস্থা করা হবে ৷

কলকাতা পুলিশের এক কর্তা জানিয়েছেন, সাধারণতন্ত্র দিবসের প্য়ারেড দেখতে প্রতি বছরই বহু মানুষ ভিড় জমান ৷ তাঁদের জন্য়ই রেড রোড ঘিরে পুরো ময়দান চত্বরটাকে ব্য়ারিকেড করতে হয়৷ তবে এবারের পরিস্থিতি একেবারেই আলাদা ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*