ঘোষিত হলো পদ্ম পুরস্কার, বাংলা থেকে সম্মানীয় পদ্মশ্রী পেলেন ৭ জন

Spread the love

ঘোষিত হলো পদ্ম পুরস্কার। প্রজাতন্ত্র দিবসের আগে কেন্দ্রীয় সরকার প্রকাশ করে পদ্মবিভূষণ প্রাপকদের তালিকা। সম্মানীয় পদ্মবিভূষণ পেলেন ৭ জন। তাঁদের মধ্যে রয়েছেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। রয়েছেন প্রয়াত সংগীত শিল্পী এস পি বালা সুব্রমনিয়ম । তাঁকে মরণোত্তর পদ্মবিভূষণ দেওয়া হবে ।

অন্যদিকে, পদ্মভূষণ পাচ্ছেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ (মরণোত্তর), প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী রাম বিলাস পাসওয়ান (মরণোত্তর), লোকসভার প্রাক্তন স্পিকার সুমিত্রা মহাজন ৷

পদ্মভূষণ ১০ এবং পদ্মশ্রী সম্মান পেলেন ১০২ জন। বাঙালির আজ গর্বের দিন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সাধারণতন্ত্র দিবসের ঠিক আগের দিন পদ্মশ্রী-প্রাপকদের তালিকা ঘোষণা করল। পদ্মশ্রী পাচ্ছেন সাতজন বাঙালি।

তালিকায় রয়েছেন বাংলা কমিকস জগতের একচ্ছত্র অধিপতি নারায়ণ দেবনাথ। তাঁর হাঁদা ভোদা, নন্টে ফন্টে, বাঁটুল দ্য গ্রেট আমাদের মশগুল করে রেখেছে কয়েক দশক। বাংলা সাহিত্যের কমিকস ধারায় কিংবদন্তি তিনি। অবশেষে সেই অবদানের স্বীকৃতি পাচ্ছেন শ্রীদেবনাথ।

এবারের পদ্মশ্রীর তালিকা রয়েছেন ধর্মনারায়ণ বর্মা। কামতাপুরি ভাষায় অবদানের জন্য পদ্মশ্রী দেওয়া হচ্ছে তাঁকে।

এবছর পদ্মশ্রীর জন্য মনোনীত হয়েছেৱ বর্ধমানের শিক্ষক সুজিৎ চট্টোপাধ্যায়ও। মাত্র ২ টাকায় গোটা বছর ছাত্র পড়াতেন তিনি। ৭৫ এ পৌঁছেও লক্ষ্যে অবিচল। মাস্টারমশাইয়ের নাম শুনলে আজও কপালে হাত ঠেকান বর্ধমানবাসী। সুজিৎবাবুর গর্বে আজ মশগুল গোটা জেলা।

ক্রীড়া বিভাগে পদ্মশ্রীর জন্য এবার বেছে নেওয়া হয়েছে টেবিস টেনিস তারকা মৌমা দাসকে। অতীতে অর্জুন পুরস্কার ছিল মৌমার ঝুলিতে। এবারেরম মৌমার পদ্মশ্রী পাওয়ার এই ঘোষণা বাংলার ক্রিড়াজগতকে নিঃসন্দেহে অনুপ্রাণিত করবে।

পদ্মশ্রী প্রাপকের তালিকায় রয়েছেন বীরেনকুমার বসাক। শান্তিপুরের এই তাঁতশিল্পী মনোনিত হয়েছেন শিল্প বিভাগে। এছাড়া সমাজসেবায় নজির সৃষ্টি করে পদ্মশ্রী পাচ্ছেন আদিবাসী সমাজের গুরুমা বলে পরিচিত কমলি সোরেন।

দেখুন তালিকা!

খেলাধূলা, চিকিৎসা, শিল্প, সাহিত্য এবং অন্যান্য বিশিষ্ট ক্ষেত্রে মোট ১১৯ জন বিশিষ্ট ব্যক্তিকে তাঁদের কাজের জন্য সম্মান জানিয়ে আজ সন্ধ্যায় পদ্ম পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্রমন্ত্রক । পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী; এই তিনটি বিভাগে পুরস্কার দেওয়া হয় ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*