সাধারণ দিবসের সকালে আরও একবার নন্দীগ্রামে পা রাখলেন ভূমিপুত্র শুভেন্দু অধিকারী। কেন্দ্রের কৃষি আইনের সমর্থনে নিমতৌড়ি থেকে শিবরামপুর একটি মিছিলে যোগ দিলেন তিনি। এই মিছিল থেকেই শুভেন্দুর দাবি, নন্দীগ্রামে বড় ব্যবধানে হারবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন ভগবানপুরে তিনটেয় সভাও রয়েছে শুভেন্দুর। তার আগে তিনি বিজেপির একমুঠো চাল সংগ্রহ কর্মসুচি (কৃষক সুরক্ষা অভিযান) অনুযায়ী চাল সংগ্রহ করবেন তিনি।
সূত্রের খবর, এদিন দুপুরে শুভেন্দু মধ্যাহ্নভোজ সারবেন কৃষক পরিবারেই। গত ১৮ জানুয়ারি নিজেকে নন্দীগ্রামের প্রার্থী হিসেবে ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তড়িঘড়ি শুরু হয়ে যায় বিশেষ প্রচার। নজরে আসে দেওয়াল লিখনও। এই পরিস্থিতিতে পাল্টা প্রচারে নেমেছেন শুভেন্দু অধিকারীও। তাঁর মত, মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু ভোটের ভরসায় এই সিদ্ধান্ত নিয়েছেন।
শুভেন্দু অধিকারীর বক্তব্য, তিনি ঘরের ছেলে, তাই আলাদা করে বিশেষ প্রচার চালাতে হবেনা। তিনি ঘরের ছেলে, সবাই তাঁকে সেই পরিচয়েই চেনেন। আর এই ইমেজকে তুলে ধরতেই আজ ময়দানে শুভেন্দু।
Be the first to comment