হিংসার পথে হেঁটে কোনও সমস্যার সমাধান হবে না৷ দিল্লিতে কৃষকদের ব্যাপক বিক্ষোভের প্রসঙ্গে বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ মঙ্গলবার এক অন্য রকম প্রজাতন্ত্র দিবসের সাক্ষী থেকেছে নয়াদিল্লি৷ এদিন সকালেই সিংঘু সীমান্তে পুলিশের ব্যারিকে়ড ভাঙা থেকে হাজার হাজার কৃষকের জমায়েত এবং ট্র্যাক্টর মিছিল দেখেছে দিল্লির রাজপথ৷
বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই আন্দোলনের তীব্রতা আরও বাড়তে থাকে৷ কৃষিআইন বিরোধী বিক্ষুব্ধ কৃষকরা দিল্লির লালকেল্লার গেট ভেঙে ভিতরে প্রবেশ করে নিজেদের পতাকা উত্তোলন করেন৷ এই ঘটনার পরেই রাহুল হিন্দিতে ট্যুইট করে লেখেন, “হিংসা কোনও সমস্যার সমাধান নয়৷ কে আহত হচ্ছে সেটা নির্বিশেষেই, আমাদের দেশই ভুগবে৷ দেশের কথা ভেবে কৃষি বিরোধী এই আইন তুলে নেওয়া হোক৷”
এই হিংসার নিন্দা করছে রাজনীতির সব পক্ষই। পাশাপাশি কংগ্রেসের তরফে এই তাণ্ডবের জন্য কেন্দ্রকেই দায়ী করা হচ্ছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংও আন্দোলনকারীদের শান্তি নষ্ট না করার জন্য অনুরোধ করেছেন। শৃঙ্খলাভঙ্গ না করতে অনুরোধ করছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলতও।
পরিস্থিতি সামাল দিতে আপাতত এনসিআর এলাকার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। গুজব আটকাতে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সিংঘু , গাজিপুর, তিরকি অঞ্চলের ইন্টারনেটও বন্ধ করা হয়েছে। বন্ধ ২৫টিরও বেশি মেট্রো স্টেশন। বন্ধ করা হয়েছে কনট প্লেস।
Be the first to comment