উডল্যান্ডস হাসপাতাল থেকে ছাড়া পেলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়৷ তবে আগামী ৭ দিন তাকে বাড়িতে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা ৷ হাসপাতাল সূত্রে খবর, সমবায় মন্ত্রী অরূপ রায় এর একটি আর্টারিতে ব্লক ছিল,সেখানে স্টেন্ট বসানো হয়েছে ৷ এখন উনি পুরোপুরি সুস্থ আছেন ৷ তবে কিছুদিন বাড়িতে বিশ্রামে থাকতে হবে ৷ তাছাড়া হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মন্ত্রী নিজেও জানিয়েছেল তিন ফিট ৷
গত রবিবার ভোরে আচমকাই শ্বাসকষ্ট এবং বুকে ব্যাথা অনুভব করেন সমবায় মন্ত্রী৷ তাঁকে তড়িঘড়ি ভর্তি করা হয় উডল্যান্ডস হাসপাতালে। চিকিৎসকরা রুটিন চেকআপ করার পর পরিবারকে জানান,অরূপবাবুর হৃদযন্ত্রে অসুবিধা রয়েছে ৷ ফলে মেডিকেল বোর্ড গঠন করা হয় ৷ ওই মেডিকেল বোর্ডই তাকে সুস্থ করে তোলেন ৷
অন্যদিকে, রাজনৈতিক জল্পনা উস্কে অরূপ রায়কে দেখতে হাসপাতালে গিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এছাড়া অসুস্থ অরূপ রায়কে দেখতে হাসপাতালে দেখতে গিয়েছিলেন লক্ষ্মীরতন শুক্লা,মঙ্গলবার বিকেলে অসুস্থ অরূপ রায়কে দেখতে আচমকাই হাসপাতালে পৌঁছন লক্ষ্মী। বেশ কিছুক্ষণ হাসপাতালে সময় কাটান তিনি।
Be the first to comment