বিধানসভার প্রথম অধিবেশনে অনুপস্থিত রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক প্রবীর ঘোষাল। বারবার বেসুরো হয়ে দলকে বিড়ম্বনায় ফেলেছেন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক প্রবীর ঘোষাল। তাঁদের এই বেসুরা হওয় দল মোটেই ভালোভাবে নেয়নি। এরই মধ্যে বিধানসভার প্রথম অধিবেশনেই অনুপস্থিত ছিলেন ২ জন।
মঙ্গলবারেই উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষালকে শোকজ করে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার দুপুরে দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে দলীয় সব পদ থেকে ইস্তফার কথা ঘোষণা করেন প্রবীরবাবু। এরপরই তাঁকে শোকজ করার সিদ্ধান্ত নেয় দল।
তৃণমূলের তরফে তাঁকে শেষবারের জন্যে সতর্ক করা হয়েছে। যদিও দলের শুদ্ধিকরণের জন্যে যদি মুখ খোলা অন্যায় হয় তাহলে যে কোনও ধরনের শাস্তি তিনি মাথা পেতে নেবেন বলে জানিয়েছেন উত্তরপাড়ার এই বিধায়ক।
রাজনৈতিক মহলের একাংশের মতে, তাঁর বিজেপিতে যোগ শুধুমাত্র সময়ের অপেক্ষা। মঙ্গলবার প্রবীর ঘোষাল জানিয়েছেন মুখ্যমন্ত্রীর কথা অনেক নেতা শুনছে না। দলে কাজের পরিবেশ নেই। রাজীব বন্দ্যোপাধ্যায় বা বৈশালী ডালমিয়ার সুরেই তিনিও বলছেন, এই পরিস্থিতিতে কাজ করতে পারছি না। তবে দল যে তিনি এখনই ছাড়ছেন না তা কার্যত স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন তিনি।
Be the first to comment