দীর্ঘ ৮ ঘণ্টা পর উদ্ধার হল নলকূপের ৫০ মিটার গর্তে পড়ে যাওয়া ৩ বছরের শিশু। সোমবার ওড়িশার আঙ্গুল জেলার গুলাসার গ্রামের ঘটনা। জানা গিয়েছে, খেলতে খেলতে হঠাৎই শিশুটি গর্তে পড়ে যায়। বহু চেষ্টা করেও উদ্ধার করা যায়নি তাঁকে। পরে যৌথভাবে উদ্ধারে নামে দমকল বাহিনী ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। প্রায় ৮ ঘণ্টার চেষ্টায় উদ্ধার করা হয় শিশুটিকে। পরে আঙ্গুল জেলা হেডকোয়াটার্স হাসপাতালে শিশুটিকে নিয়ে যাওয়া হয় বলে খবর।
জানা গিয়েছে, বড়দিনের দিন সকালে নিজের বাড়ির বাইরেই খেলছিল শিশুটি। খেলতে খেলতে হঠাৎ গর্তে পড়ে যাওয়ার পর কাঁদতে শুরু করে সে। শিশুটির কান্না শুনে স্থানীয় বাসিন্দারা বেরিয়ে আসেন। অনেক চেষ্টা করেও বের করা যায়নি তাঁকে। পরে খবর দেওয়া হয় স্থানীয় থানায়। খবর যায় দমকলেও। ঘটনাস্থলে আসেন ওড়িশা বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১০ বিশেষজ্ঞ সদস্যকে। এরপর কূপের গর্তের সোজাসুজি একটি গর্ত খোঁড়া হয়। পরে সেই গর্ত থেকে কূপের গর্ত পর্যন্ত আড়াআড়িভাবে একটি টানেল তৈরি করে শিশুটিকে থেকে উদ্ধার করা সম্ভব হয়।
উদ্ধারকাজ দ্রুত শেষ করার জন্য ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক সকলের প্রশংসা করেন। এদিকে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন আঙ্গুলের এডিএম শ্রীনিবাস বেহেরা। ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন তিনি।
Be the first to comment