হোম গার্ডের চাকরিতে সিভিক ভলান্টিয়ারদের বিশেষ সংরক্ষণ

Spread the love

রাজ্য পুলিশে চাকরির নতুন সুযোগের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। রাজ্য পুলিশে ২৪০০ জন কনস্টেবল নিয়োগ করা হবে বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি রাজ্যে আরও ৯ টি নতুন পুলিশ জেলা তৈরির কথাও ঘোষণা করেন। বাড়তি নজর দেওয়া হচ্ছে রাজ্যের নারী সুরক্ষার দিকেও।

বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে জাগ্রত বাংলার অনুষ্ঠান থেকে ৪৮ টি নতুন মহিলা থানা তৈরির কথাও ঘোষণা করেন তিনি। কিছুদিন আগেই দলীয় কর্মসূচিতে পুরুলিয়ায় গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে জনসভা চলাকালীন চাকরি নিয়ে প্রশ্ন তোলায় বকা দিয়েছিলেন কিছু মানুষকে । ভোটের আগে এবার জঙ্গল মহলবাসীকে কাছে টানার একটি সূক্ষ্ম প্রয়াস করে গেলেন মুখ্যমন্ত্রী । জাগ্রত বাংলার অনুষ্ঠান থেকে জঙ্গলমহল কাপের উইনার ও রানারদের সিভিক পুলিশে নিয়োগ করা হবে বলে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

পাশাপাশি, সিভিক ভলান্টিয়ারদের জন্য বিশেষ সুবিধার কথাও ঘোষণা করেন । এবার থেকে হোম গার্ডের চাকরিতে ১০ শতাংশ সংরক্ষণ থাকবে সিভিক পুলিশদের জন্য।

একইসঙ্গে করোনার সময়ে রাজ্যের পুলিশকর্মীদের ভূমিকা নিয়েও ভূয়সি প্রশংসা করেন মুখ্যমন্ত্রী । বিশেষ করে রাজ্যে যখন রক্তের অভাব ছিল, পুলিশকর্মীরা তখন যেভাবে রক্ত দিয়েছেন, সেই কথাও আজ স্মরণ করেন তিনি ।

পাশাপাশি, বিজেপিকে নাম না করে আক্রমণ করতেও ছাড়লেন না বাংলার মুখ্যমন্ত্রী । বলে রাখলেন, “হোয়াটস অ্যাপে কিছু ফেক গ্রুপ তৈরি হয়েছে । কেউ দাঙ্গা করার ফন্দি করলে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে ।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*