কৃষি আইনের প্রতিবাদে অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ বয়কট করবে তৃণমূল

Spread the love

বিতর্কিত কৃষক আইনের বিরুদ্ধে উত্তাল দিল্লি। এরই মধ্যে সংসদে অধিবেশন। আর সেই অধিবেশন ঘিরে সংসদে ঝড় ওঠার আশঙ্কা। কারণ ইতিমধ্যে কৃষি আইনের বিরোধিতায় সংসদ অধিবেশনের প্রথম দিন অনুপস্থিত থাকার সিদ্ধান্ত শাসকদল তৃণমূলের।

শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে সমর্থন জানিয়ে একই সিদ্ধান্তের পথে হাঁটল ১৬ টি বিরোধী দল। ইতিমধ্যে এই বিষয়ে বিবৃতি দিয়ে সংসদ অধিবেশন বয়কট করার কথা জানিয়ে দিয়েছেন কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদ। পাশে দাঁড়িয়েছে ন্যাশনাল কনফারেন্স, শিব সেনা, ডিএমকে, সিপিএম সকলেই।

বৃহস্পতিবার বিধানসভা অধিবেশন শেষে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সংসদের প্রথম দিন অনুপস্থিত থাকবে তৃণমূল। তিনিই জানান, আরও ১৬ টি দলও একই সিদ্ধান্তের পথে হেঁটেছে বলে শুনেছেন।

উল্লেখ্য, নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির ভাষণ দিয়ে সংসদ অধিবেশনের শুরু হয়। সেই মতো এবারও ২৯ জানুয়ারি, অর্থাৎ সংসদ অধিবেশনের প্রথম দিনও রয়েছে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণ। কিন্তু তাতে থাকবেন না তৃণমূল সাংসদরা, থাকবেন না আরও ১৬ টি দলের জনপ্রতিনিধিরাও।

একই পথে হেঁটে সংসদের প্রথম দিন রাষ্ট্রপতি ভাষণ বয়কটের কথা জানিয়েছেন আম আদমি পার্টিও। গুলাম নবি আজাদ জানিয়েছেন, বিরোধীদের মতামত না নিয়ে একক সিদ্ধান্তেই কৃষি বিল পাশ করিয়ে আইনে পরিণত করেছে কেন্দ্র সরকারপক্ষ।

তারই প্রতিবাদে চলতি অধিবেশনের প্রথম দিন বয়কট। রাজনৈতিকমহলের মতে, শুধু সংসদ অধিবেশনের প্রথমদিন নয়। অধিবেশন চলাকালীন প্রত্যেকদিনই সংসদে ঝড় তুলতে পারে বিরোধী দলগুলি।

অন্যদিকে, কৃষি আইনের বিরুদ্ধে দেশজুড়েই সমালোচনার ঝড় উঠেছে। ইতিমধ্যে কৃষকদের বিক্ষোভ থেকে সরে গিয়েছে রাষ্ট্রীয় কিষান মজদুর সংগঠন ও ভারতীয় কিষান ইউনিয়ন (ভানু) নামের দুই ইউনিয়ন। ইতিমধ্যেই এই ইস্যুতে কৃষকদের পাশেই দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস৷ তবে এই ঘটনার জন্য পুলিশের ব্যর্থতার দিকেই আঙুল তুলেছে তারা৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*